Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

তিলকের সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড গড়ে জয় ভারতের

সেঞ্চুরির পর তিলক ভার্মা। ছবি : ক্রিকইনফো
সেঞ্চুরির পর তিলক ভার্মা। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

টি-টোয়েন্টিতে ২০০ রান করাটা ডালভাত বানিয়ে ফেলেছে ভারত। সেঞ্চুরিয়নে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে তিলক ভার্মার সেঞ্চুরিতে তারা করল ৬ উইকেটে ২১৯ রান। এ বছর এটা তাদের অষ্টমবার ২০০ বা বেশি রানের ইনিংস, যা নতুন বিশ্ব রেকর্ড।

২০২২ সালে সাতবার দুই শতাধিকের বেশি রান করেছিল কাউন্টি দল বার্মিংহাম বিয়ার্স। ২০২৩ সালে ভারত ২০০ রানের বেশি ইনিংস খেলে সাতবার। এ বছর জাপানও সাতবার করে ২০০ বা বেশি রানের ইনিংস। আটবার কীর্তিটা করে এ বছর সূর্যকুমার যাদবের দল উঠল নতুন উচ্চতায়।

ভারতের ২১৯ রানের জবাবে মার্কো ইয়ানসেন ঝড়ে দক্ষিণ আফ্রিকা থামে ৭ উইকেটে ২০৮ রানে। রুদ্ধশ্বাস ১১ রানের জয় পায় ভারত। শেষ ২ ওভারে প্রোটিয়াদের দরকার ছিল ৫১ রান। হার্দিক পান্ডিয়ার করা ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন বাউন্ডারিতে ২৬ রান নেন ইয়ানসেন।

১৭ বলে ৫৪ করেছিলেন ইয়ানসেন। ছবি : ক্রিকইনফো

শেষ ওভারে দরকার তখন ২৫ রান। আর্শদীপ সিং শেষ ওভারের তৃতীয় বলে ইয়ানসেনকে এলবিডব্লিউ করলে আর পেরে উঠেনি প্রোটিয়ারা। ১৭ বলে ৫৪ করে ফেরেন ইয়ানসেন।

এর আগে তিলক ভার্মার ৫৬ বলে ৮ বাউন্ডারি ৭ ছক্কায় অপরাজিত ১০৭ রানের ইনিংসে ভারত থামে ২১৯-এ। অভিষেক শর্মা করেছিলেন ৫০।

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিলক ভার্মা। তিনি সেঞ্চুরি করলেন ২২ বছর ৫ দিন বয়সে। সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটা গত বছর করেছিলেন যশম্বী জয়সোয়াল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২১৯/৬ (তিলক ১০৭*, অভিষেক ৫০, পান্ডিয়া ১৮; সিমেলেন ২/৩৪, মহারাজ ২/৩৬) ;  দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২০৮/৭ (ইয়ানসেন ৫৪, ক্লাসেন ৪১, মার্করাম ২৯; অর্শদীপ ৩/৩৭, বরুণ ২/৫৪) ; ফল: ভারত ১১ রানে জয়ী ; ম্যাচ সেরা : তিলক ভার্মা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত