বাংলাদেশ-শ্রীলঙ্কা সিারিজের অনুসঙ্গই হয়ে গেছে বিতর্ক। নাগিন নাচ, টাইমড আউটের পর সিলেটে যোগ হয়েছে সৌম্য সরকারের আল্ট্রা-এজ বিতর্ক। আজ শেষ টি-টোয়েন্টিতে অবশ্য ফিরে এল ওয়ানডে বিশ্বকাপের সেই টাইমড আউট বিতর্ক।
অ্যাঞ্জেলো ম্যাথুজকে সেবার সাকিব আল হাসানের টাইমড আউট করা নিয়ে ঝামেলার রেশটা ফুটে উঠল প্রকটভাবে। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে লঙ্কানরা উৎসব করছিলেন টাইমড আউট ভঙ্গিতে।
এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলো বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ওয়ানডে সিরিজে এর জবাবটা বাংলাদেশ আরও আক্রমণাত্মকভাবে দিবে কিনা, এমন প্রশ্নে শান্ত জানালেন, ‘‘অ্যাগ্রেসভলি হ্যান্ডেল করার কিছু নাই। ওরা এখনও টাইমড থেকে বের হতে পারে নাই। আমার মনে হয় যে বের হওয়া উচিত। ওদের জন্যই হওয়া উচিত। আমার মনে হয় যে আমরা ক্রিকেটের আইনের বাইরে কিছু করি নাই (বিশ্বকাপে)। একটু বেশি মাতামাতি করছে তো (শ্রীলঙ্কা), করুক।’’
সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ ও উদ্বোধনী ব্যাটার কুশল মেন্ডিস। টাইমড আউট নিয়ে শান্তর জবাবটা তাদের বলা হয় দুজনকেই। নাভিদ নেওয়াজ জানালেন, ‘‘খেলার মাঠে আবেগে অনেক কিছু হয়। আমরা ওটা নিয়ে পড়েও নেই।’’
তাওহিদ হৃদয়ের সঙ্গে লঙ্কান ফিল্ডারদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল আজ (শনিবার)। হৃদয়কে কেউ কিছু বলেছিল কিনা? জানতে চাইলে কুশল মেন্ডিস বললেন, ‘‘আমি কিছু শুনিনি।’’