আমেরিকার আরবান ফোক সঙ্গীতের কিংবদন্তি বব ডিলানের বায়োপিক আ কমপ্লিট আননোন মুক্তির আগে আগে নোবেলজয়ী এই কবি ও গায়ক জানালেন তিনি টিমোথি শ্যালামে-এর অভিনয়ে মুগ্ধ।
বুধবার নিজের এক্স একাউন্ট ডিলান লেখেন যে শ্যালামের ওপর তার সম্পূর্ণ আস্থা আছে এবং তিনি নিশ্চিত শ্যালামেকে বব ডিলান হিসেবে ‘পুরোপুরি বিশ্বাসযোগ্য’ মনে হবে।
জেমস ম্যানগোল্ড পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে ১৯৬১ সালের নিউইয়র্ক। মিনেসোটা থেকে সে বছরই নিউইয়র্ক শহরে আসেন ডিলান। সিনেমাটি ইলাইজা ওয়াল্ডের বই ডিলান গৌজ ইলেক্ট্রিক! থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত।
রহস্যময় স্বভাবের জন্য পরিচিত ডিলান স্বয়ং বইটির প্রশংসা প্রকাশ করেছেন। তিনি বইটিকে “ষাট এর দশকের শুরুতে ঘটে যাওয়া ঘটনাগুলির একটি চমৎকার বর্ণনা” বলে অভিহিত করেছেন।
কল মি বাই ইওর নেইম, লেডি বার্ড এবং লিটল উইম্যান সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন টিমোথি শ্যালামে। সম্প্রতি ডিলানের জীবনের সঙ্গে নিজের জীবনের মিলের কথা তুলে ধরেছেন এই অভিনেতা।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যালামে জানিয়েছেন, ডিলানের শুরুর দিককার জীবন সংগ্রামের সঙ্গে তার জীবন সংগ্রামের রয়েছে মিল।
এ বিষয়ে তিনি হলিউড রিপোর্টার-কে বলেছেন, “আমি এটাকে অদ্ভুত বলব না, তবে ডিলানের কিছু কিছু বিষয়ের সঙ্গে আমার কোথাও একটা সম্পর্ক আছে।”
শ্যালামে বব ডিলানের সঙ্গে নিজের অভিনয় ক্যারিয়ারের যাত্রার তুলনা করে বলেন, “মিনেসোটায় বব ডিলানের পক্ষে রক এন রোল ব্যান্ড গড়ে তোলা সম্ভব ছিল না। কারণ তারা (যারা বাদ্যযন্ত্র বাজাতো) স্বচ্ছল ছেলেমেয়েদের সঙ্গে বাজাতো। আর আমার ক্ষেত্রে সংগ্রামটা ছিল নিজের একটি স্টাইল খুঁজে পাওয়া।”
আ কমপ্লিট আননোন সিনেমাতে বব ডিলানের ক্যারিয়ারের শুরুর দিককার গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরেছে।
তবে সিনেমার গল্প শুধুমাত্র ডিলান-কে ঘিরেই এগিয়ে যাবে তা নয়। বরং ওই সময়ের সাংস্কৃতিক এবং সাঙ্গীতিক পরিবর্তনকেও গল্পে তুলে আনা হয়েছে। এতে দেখা যাবে কিভাবে ‘ফোক’ শিল্পী থেকে ডিলান রক এন্ড রোলের পথে এগিয়ে গেলেন। যার পথ ধরে সঙ্গীতের ইতিহাস এক ভিন্ন পথে যাত্রা শুরু করলো।
আ কমপ্লিট আননন আসছে ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।