Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

গরমে যদি গলে যায় মুখের মেকআপ!

makeup-heat-260524
[publishpress_authors_box]

কারও সাজে থাকে খুব হালকা প্রসাধনীর ছোঁয়া; চোখে একটু কাজল বা আই লাইনার টেনে দেন, আর ঠোঁটে দেন লিপ গ্লস। বিপরীতে ঘর থেকে বার হওয়ার আগে কারও কারও ভারী সাজ চাইই চাই। এই যেমন চোখের উপর গ্লিটার ও নকল আইল্যাশ লাগাতেই হবে।

হালকা হোক অথবা ভারী, একটু মেকআপের ছোঁয়া চেহারায় আমূল বদল এনে দেয়।

যদিও এই গরমে মুখের ত্বকে যা লাগাবেন তাই যেন গলে যায় যায় অবস্থা; উপরন্তু তীব্র রোদে মুখ ঘেমে চেহারার হাল পুরোই বিগড়ে যায় আর কী!  

চরম গরমে মেকআপ ঠিক রেখে নিজেকে ফিটফাট দেখানোর উপায় কী তাহলে?  

তার আগে জেনে নেওয়া যাক, মেকআপ কেন গলে যায়?

তারকা মেকআপ শিল্পী বিভা গুসেইন ইনডিয়া টুডের কাছে জানালেন এর কারণ।

“মেকআপ গলে যাওয়ার একটা বড় কারণ হলো আপনার মুখে অতিরিক্ত পুরু করে মেকআপ বসানো হয়েছে।”

অল্প পরিমাণে প্রসাধনী নিয়ে মুখের মেকআপ সারা দরকার।  

“এতে করে মেকআপ মুখে অনেক সময় ধরে বসে থাকবে এবং গলবে না সহজে। মুখে ফাউন্ডেশনের স্তর না বানিয়ে সামান্য নিয়ে ত্বকে খুব সমৃণ করে ব্লেন্ড করে নিতে হবে।”

হানিয়া মানজার একজন বিউটি ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার দুই লাখ ৫৪ হাজার অনুসারী আছে।   

তাপ, আর্দ্রতা এবং ত্বক থেকে বার হয়ে আসা তেলের কারণেও মেকআপ গলতে শুরু করে বলে জানাচ্ছেন তিনি।

“যদি আপনার তৈলাক্ত ত্বক হয়, তাহলে কিছুক্ষণের মধ্যেই মেকআপ ভেঙ্গে যাবে। একই ভাবে খুব গরম বোধ হলে এবং আর্দ্রতার কারণে মুখের মেকআপ গলে যেতে পারে।”  

এসবের সঙ্গে ত্বকের যত্নে ভুলের কারণেও মুখের মেকআপের বারোটা বাজতে পারে। যেমন, অনেকে মেকআপের শুরুতে বেশি বেশি ময়েশ্চারাইজার মাখেন মুখে; একটি মেকআপ পণ্য লাগানোর পর শুকানোর সময় না দিয়েই আরেকটি পণ্য লাগিয়ে নেন মুখে।   

সোশাল মিডিয়াতে মেকআপ আর্টিস্টরা একেকটি পণ্য মুখে দেওয়ার আগে কিছুক্ষণ বিরতি নেন। যারা এসব ভিডিও অনুসরণ করেন তারা জানবেন, এতে করে মেকআপ মুখের ত্বকে ঠিক মতো বসে থাকে।  

সাধারণত মেকআপে সেটিং পাউডার এবং একদম শেষে সেটিং স্প্রে ছড়িয়ে দেওয়া যায় মুখে। এতে করে গোটা মেকআপ মুখে ঠিক মতো বসে থাকে।

“সেটিং পাউডার ও স্প্রে মুখের ত্বকে এক ধরনের প্রলেপ বানিয়ে নেয় যে কারণে মেকআপ ছড়িয়ে যায় না, ফেটে যায় না, গলেও যায় না। ঠিক মতো বসানো হলে মেকআপের স্থায়ীত্ব অনেকক্ষণ হয়; এমনকি তৈলাক্ত ত্বকেও গরমে মেকআপে দেখাবে তরতাজা”, বললেন হানিয়া মানজার।

বিভার পরামর্শ হলো, মেকআপের বেজ খুব ভালো হতে হবে এবং একবারে খুব অল্প মেকআপ পণ্য ত্বকে দিতে হবে।

“আমার মেকআপে পাউডার আর সেটিং স্প্রে দিয়ে কাজ সারি আমি। ট্রান্সলুসেন্ট পাউডার এমনকি সেটিং স্প্রে থেকেও ভালো কাজে দেয়। আবার ত্বক যেদিন বেশি শুষ্ক থাকে তখন সেটিং স্প্রে দিতে হয়।”

মেকআপের আগে অবশ্যই ত্বক পরিস্কার করে নিতে হবে এবং মেকআপ শেষে বারবার মুখে হাত দেওয়া যাবে না; এসব খুঁটিনাটি দিকও জানিয়ে দিলেন বিভা।

মুখের মেকআপ অনেকক্ষণ অটুট রাখার জন্য সেটিং স্প্রে ও ট্রান্সলুসেন্ট পাউডারের বিকল্প নেই তা মানেন হানিয়াও। যদিও মেকআপে এই দুই পণ্যের দরকার হয় ভিন্ন কারণে।   

ট্রান্সলুসেন্ট পাউডার মুখে মসৃণ ভাব ফুটিয়ে তোলে; ত্বকের বাড়তি তেল টেনে নেয়।  এজন্য তৈলাক্ত ত্বকের মেকআপে ট্রান্সলুসেন্ট পাউডার দিতেই হয়। ট্রান্সলুসেন্ট পাউডারের কারণে ফাউন্ডেশন ও কনসিলার সুন্দর ভাবে বসানো যায় মুখে।

আর একেবারে শেষে সেটিং স্প্রে দেওয়া হলে মেকআপের পুরো স্তর টানটান ভাবে বসে থাকে মুখে; তাতে মুখের ত্বক চমৎকার দেখায়।

মেকআপে সেরা ফল পেতে এই দুই পণ্যই কাজের বলে পরামর্শ দিলেন বিভা।

এসবের মধ্যে ভুলে গেলে চলবে না যে, মেকআপের শুরুতে ত্বকের ধরন বুঝে ভালো ব্র্যান্ডের প্রাইমার লাগাতে হবে মুখে। এতে করে ধাপে ধাপে মেকআপ বসাতে নিখুঁত একটি ক্যানভাস হয়ে ‍উঠবে মুখ।

দীর্ঘক্ষণ স্থায়ী হয় এমন ফাউন্ডেশন ও কনসিলার বেছে নিতে হবে মেকআপে। চোখের সাজে অবশ্যই ওয়াটারপ্রুফ মাসকারা ও আইলাইনার দিতে হবে। গরমে ঘেমে লিপস্টিক যেন ছড়িয়ে না যায় তাই ঠোঁটে আগে লিপ লাইনার দিয়ে এঁকে নিতে হবে।

একটু বুদ্ধি করে ব্যাগে ব্লোটিং পেপার রেখে দিতে হবে। বাইরে ঘেমে গেলে মুখে আলতো করে ব্লোটিং পেপার দিয়ে চেপে চেপে ঘাম ও বাড়তি তেল টেনে নিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত