তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার মহাখালী রেলগেইট অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচলের পাশাপাশি রেললাইনের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি : সকাল সন্ধ্যা
মহাখালী রেলগেইট আটকে বিক্ষোভ করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন একই দাবিতে অনশনে বসা এক শিক্ষার্থীও। ছবি : সকাল সন্ধ্যাআন্দোলনকারী শিক্ষার্থীদের ঘিরে রয়েছেন বিপুল পরিমাণ পুলিশ সদস্য। তবে তাদের কোনও অ্যাকশনে যেতে দেখা যায়নি। ছবি : সকাল সন্ধ্যাপুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ছবি : সকাল সন্ধ্যাতিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গোটা এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ছবি : সকাল সন্ধ্যামহাখালীতে অবরোধের কারণে গন্তব্যে যেতে না পেরে বিহ্বল এই নারীরা। সঙ্গে শিশু এবং মালপত্র থাকায় পথের ধারেই অবরোধ উঠে যাওয়ার অপেক্ষা করছেন তারা। ছবি : সকাল সন্ধ্যা মহাখালী রেলগেইট অবরোধ কর্মসূচিতে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরাও। ছবি : সকাল সন্ধ্যাতিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেইটের ঠিক ওপরে অবস্থান নিয়েছেন। চারপাশে তাদের ঘিরে রেখেছে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যাবিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়নে সকালেই মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ছবি : সকাল সন্ধ্যা তিতুমীর কলেজের সামনে বাঁশের ব্যারিকেডে বাধাগ্রস্ত হয় মহাখালীর স্বাভাবিক যান চলাচল। ছবি : সকাল সন্ধ্যা