Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
গভর্নরকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

হজযাত্রীদের আমানত তুলতে যেন সমস্যা না হয়

Hajj
[publishpress_authors_box]

ব্যাংক খাতে ঘটে যাওয়া বড় ধরনের অনিয়মের কারণে কিছু ব্যাংক নগদ টাকার সঙ্কটের কারণে গ্রাহকের আমানত চাহিদা মতো ফেরত দিতে পারছে না। এ কারণে আগামী বছরে হজে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক গ্রাহক।

এ পরিস্থিতিতে হজযাত্রীরা যাতে ব্যাংকে জমা থাকা আমানত তুলতে কোনও ধরনের প্রতিবন্ধকতার মুখে না পড়েন, সে বিষয়ে সব ব্যাংককে নির্দেশনা দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

গতকাল ২ ডিসেম্বর (সোমবার) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, “২০২৫ সালে হজে যাওয়ার লক্ষ্যে যেসব আমানতকারী আপনার ব্যাংকে আমানত রেখেছে বা কোনও স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে এবং বর্তমানে ওই অর্থ তুলতে চাচ্ছে তাদের অর্থ উত্তোলনে যাতে কোনও ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সে বিষয়ে আপনার ব্যাংকের সব শাখাকে নির্দেশনা দেওয়া প্রয়োজন।”

চিঠিতে আরও বলা হয়েছে, “আপনার ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিগুলোর হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব রয়েছে। এই ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইন্স টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনও জমা দেওয়া হচ্ছে।

“ওই হিসাবগুলোর জমাকৃত অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ করা হলো।”

হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় ‘এজেন্সি প্লিগ্রিমস ফান্ড পেএবল টু কিংডম অব সৌদি আরাবিয়া’ শিরোনামের হিসাবে জমা দিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত