Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

ইংরেজি ভয় দূর হবে ফোন্ডিতে

fondi
[publishpress_authors_box]

আজকের বিশ্বে ইংরেজি শুধু একটি ভাষা নয়, এটি পেশাগত জীবনে সাফল্যের চাবিকাঠি হিসেবে কাজ করে। অফিসে ম্যানেজমেন্টের সামনে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন, ইন্টারভিউয়ের সময় ইংরেজিতে সাবলীল কথা বলা, টেক ইন্ডাস্ট্রিতে বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য ইংরেজিতে কথা বলা আবশ্যক।

কিন্তু এ জায়গাতেই যদি আপনার ভয় থেকে থাকে, তাহলে তা সমাধানে সাহায্য করবে ফোন্ডি। জাপানিজ উদ্যোক্তা তাৎসুতো নোহারা এবং তাৎসুকি ইসোগামীর হাত ধরে ফোন্ডি অ্যাপটি যাত্রা শুরু করে ২০১৮ সালে।

ফোন্ডি একটি ভাষা শেখার অত্যাধুনিক অ্যাপ, যা ব্যবহারকারীদের বাস্তব কথোপকথনে ইংরেজি দক্ষতা বাড়াতে সাহায্য করে। ভার্চুয়াল স্পেসে বিভিন্ন দেশের মানুষের সাথে সরাসরি কথোপকথনের সুযোগ দিয়ে, ফোন্ডি ইংরেজি শেখার নতুন মাত্রা নিয়ে এসেছে।

ফোন্ডি শুধু ভাষা শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যবহারকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক। বর্তমানে বাংলাদেশে  প্রায় ৮৩,০০০ ব্যবহারকারী রয়েছে ফোন্ডি অ্যাপটির যার অ্যান্ড্রয়েড এবং আই ও এস ভার্সন উভয়ই আছে।

ফোন্ডির ইন্টার্নশিপ প্রোগ্রাম

ফোন্ডির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর ইন্টার্নশিপ প্রোগ্রাম। ব্যবহারকারীরা শুধুমাত্র ইংরেজি শেখার মধ্যে সীমাবদ্ধ থাকেন না, বরং ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং কন্টেন্ট রাইটিংয়ের মতো দক্ষতাও অর্জন করতে পারেন। ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর, ব্যবহারকারীরা ফোন্ডির পেইড পার্টনার হিসেবে কাজ করার সুযোগ পান।

ফোন্ডির ক্যারিয়ার ক্লাব প্রোগ্রামে ব্যবহারকারীরা পেশাগত নির্দেশনা এবং দিকনির্দেশনা পেয়ে থাকেন। পেশাগত জীবনের সাফল্যের দিকে আর এক ধাপ এগোতে সাহায্য করবে ফোন্ডি। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত