অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে ওরফে মিষ্টি জান্নাতের নামে ‘মানহানিকর’ এবং ‘অশালীন’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠিয়েছেন আরেক অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিন তমা (তমা মির্জা)।
নোটিশে মিষ্টি জান্নাতকে ‘জনসম্মুখে ক্ষমা চাওয়া’ এবং ‘দশ কোটি টাকা ক্ষতিপূরণ’ দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ‘ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত’ থাকতে বলা হয়েছে, তা না হলে মিষ্টি জান্নাতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
বৃহস্পতিবার রেজিষ্ট্রি ডাকযোগে মিষ্টি জান্নাতের গুলশানের নিকেতনের বাসার ঠিকানায় নোটিশ পাঠিয়েছেন তমা মির্জার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ভিডিও লিংকের বিষয় উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, এ সব বক্তব্যের কারণে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে।
“এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ।”
“উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।”
আর এ কারণে নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতেও বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
গত কয়েকদিন ধরে মিষ্টি জান্নাতের সাক্ষাৎকারের দুটি ভিডিও ফেইসবুকে দেখা যায়, যেখানে তিনি কথা বলতে গিয়ে তমা মির্জার প্রসঙ্গ টেনেছেন।
একটি ভিডিওতে মিষ্টি জান্নাত বলেন, “আপনি যে সংকোচে ভুগছেন যে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে … আমার কোনোই ইচ্ছা নাই ইনাদেরকে বিয়ে করার বা রিলেশন করার।”
হালে ঢালিউডের শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে নায়িকা ও দাঁতের চিকিৎসক মিষ্টি জান্নাতের।
কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বক্তব্য ছিল, ‘ভাইরাল হওয়ার জন্য শাকিবের সঙ্গে নাম জড়িয়েছেন মিষ্টি’।
এ কথার পাল্টা জবাবে মিষ্টি জান্নাত তখন বলেছিলেন, শাহরিয়ার নাজিম জয় ‘অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে’।
জয়-মিষ্টি জান্নাতের এই রেষারেষির প্রভাব তমা মির্জা-মিষ্টি জান্নাতের মাঝেও ছড়িয়ে পড়েছে।
নিজের ফেইসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তমা মির্জা লেখেন, “শুধু জয় ভাই না আরো অনেককে ছোট করে, অপমান করে, নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কী প্রমাণ করতে চাচ্ছেন?
“কেউ জানলে জানাবেন প্লিজ। তিনি কি আসলে ভাইরাল হতে চান? আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে।”
উপস্থাপক জয়ের পক্ষ নেওয়া তমা মির্জা প্রসঙ্গে সোশাল মিডিয়া ছড়িয়ে পড়া অপর একটি ভিডিওতে মিষ্টি জান্নাত বলছেন, “সেও তো একজন শিল্পী। সে কেন এটা নিয়ে ভয়েস রেইজ করলো না? সে আরও জয় ভায়ের পক্ষ নিয়ে বলল।
“তাহলে তো কিছু শিল্পী জয় ভাইয়াকে ইনসপায়ার করে বলেই আমার মনে হয় জয় ভাই এরকম ভাবে আর্টিস্টদের অপমান করে। এটা তো ঠিক না। ”
একই ভিডিওতে মিষ্টি জান্নাত আরও বলেন, “পা চাটাচাটি করে বা কাউকে ধরে আমার নায়িকা হওয়ার ইচ্ছা নাই।”
জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকা তমা মির্জা ‘সুড়ঙ্গ’ সিনেমায় বেশ আলোচিত হন। আর ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল মিষ্টি জান্নাতের।