রিয়াল মাদ্রিদের কিংবদন্তি টনি ক্রুস। ২০১৪ সালে স্পেনের ক্লাবটিতে যোগ দিয়ে জিতেছেন ২২টি শিরোপা। সেই ক্রুস ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার খেলে ফেললেন নিজের শেষ ম্যাচ। রিয়াল বেতিসের সঙ্গে ম্যাচটা অবশ্য জেতা হয়নি রিয়াল মাদ্রিদের।
গোলশূন্য ড্রতে শেষ হয় ম্যাচটা। মৌসুমের প্রথম দেখাতেও ১-১ গোলে ড্র করেছিল দুই দল। আগেই লা লিগার শিরোপা নিশ্চিত করা আনচেলোত্তির দলের জন্য তাতে এসে যায়নি কিছু। তবে ঘরের মাঠে শেষ ম্যাচটা জেতা হল না ক্রুসের।
আর চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে প্রস্তুতিটা হল না জয় দিয়ে। ৩৮ ম্যাচে ২৯ জয় ও ৮ ড্রয়ে ৯৫ পয়েন্ট নিয়ে লা লিগা শেষ করল রিয়াল। ৫৭ পয়েন্ট নিয়ে সপ্তম হলো বেতিস।
ইউরো শেষে অবসরের ঘোষণা দেওয়া ক্রুসের বার্নাব্যুতে বিদায়টাও হয়েছে আবেগি। গ্যালারিতে বিশাল এক ব্যানার এনেছিলেন সমর্থকরা। সেখানে ছিল ক্রুসের ছবি আর লেখা ২২ ট্রফি। নিচে লেখা ছিল ‘ধন্যবাদ কিংবদন্তি।’
লুকা মদরিচ-ভিনিসিয়ুস জুনিয়ররা ক্রুসের ৮ নম্বর জার্সি পড়ে দাঁড়িয়েছিলেন সারিবদ্ধ হয়ে। গার্ড অব অনারে সতীর্থটিকে বিদায় দেন তারা।
৮৫ মিনিটে ক্রুসকে মাঠ থেকে তুলে নেন আনচেলোত্তি। তখন আরও একবার তৈরি হয় আবেগঘন মুহূর্ত। ম্যাচে শেষে ক্রুস বলেন,‘‘সবার প্রতি কৃতজ্ঞতা। এর চেয়ে বেশি কিছু চাইতে পরতাম না আমি।’’