স্পেনের মাঝমাঠের ভরসা পেদ্রি। সেই তাকে ছাড়া ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে স্পেনকে। জার্মানির বিপক্ষে পাওয়া চোটে ইউরো শেষ হয়ে গেল তার।
খেলতে না পারলেও অবশ্য দলের সঙ্গে থেকে যাবেন পেদ্রি। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই একাদশে থাকা পেদ্রিকে হারানোটা বড় ধাক্কা স্পেনের।
জার্মানির বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই টনি ক্রুস কড়া ট্যাকল করেছিলেন পেদ্রিকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যেতে চাইলেও পেদ্রিকে দুই মিনিট পর তুলে নেন স্প্যানিশ কোচ। খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেছিলেন, ক্রুসকে লাল কার্ড দেখানো উচিত ছিল।
তার ট্যাকলে পেদ্রি ইনজুরিতে পড়ায় ক্ষমা চেয়েছেন ক্রুস। জার্মান এই তারকা মিডফিল্ডার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘পেদ্রির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। সত্যিই তোমাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না।’’