Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

এ বছর বলিউডের সেরা ১০ মুভি

Bollywood best 10 movies 24
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

২০২৪ সালের বলিউড বক্স অফিস ছিল নানা চমকে ঠাসা। এখন পর্যন্ত ‘স্ত্রী টু’ আছে শীর্ষে। তবে হিন্দির সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ ভারতের সিনেমাগুলিও বক্স অফিস মাতিয়েছে সমান তালে।

২০২৪- এর বলিউড সেরা ১০ সিনেমার তালিকা দেখে নেওয়া যাক।

১. ফাইটার ছিল বছরের প্রথম বলিউড হিট। দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশন অভিনীত ছবিটি ভারতীয় বক্স অফিসে ২১২ কোটি ৭৯ লাখ রুপি আয় করেছে।

২. হনু-ম্যান ছিল মূলত একটি তেলেগু ফিল্ম। এই বছরের সবচেয়ে প্রশংসিত গল্পগুলির মধ্যে একটি। সিনেমাটির শুধু হিন্দি ভাষার সংস্করণ ব্যবসায় করেছে ৫২ কোটি ২৯ লাখ রুপি।

৩. তেরি বাতো মে অ্যাইসা উলঝা জিয়া ৯ ফেব্রুয়ারি বলিউডে মুক্তি পায়। ভারতীয় বক্স অফিসে এটি আয় করে ৮৫ কোটি ১৬ রুপি। প্রধান চরিত্রে ছিলেন কৃতি শ্যানন এবং শহীদ কাপুর।

৪. ইয়ামি গৌতম অভিনীত আর্টিকল ৩৭০ আয় করে ৭৮ কোটি ১২ লাখ রুপি। সিনেমাটির এই সাফল্য ছিল অপ্রত্যাশিত।

৫. কিরণ রাওয়ের লাপাতা লেডিস – এর সাফল্য শুধুমাত্র অর্থের অঙ্কে পরিমাপ ভুলই হবে। যদিও সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছিল ২১ কোটি ১১ লাখ রুপি, কিন্তু নারীবাদী দৃষ্টিকোণ থেকে নির্মিত এর গল্প সমাজে দারুণ প্রভাব ফেলেছে।

৬. অজয় দেবগন এবং আর মাধবন অভিনীত শয়তান বক্স অফিসে রীতিমতো আগুন লাগিয়ে দেয়। ভারতে এর আয় গিয়ে দাঁড়ায় ১৪৮ কোটি ২১ লাখ রুপি।

৭. ম্যাডক ফিল্মস এর হরর-কমেডি মুনজিয়া বক্স অফিসে পায় হিট সিনেমার তকমা। ছবিটি ভারতে ১০২ কোটি ৫৩ লাখ রুপি আয় করে।

৮. কার্তিক আরিয়ান অভিনীত চান্দু চ্যাম্পিয়ন ভারতের চলচ্চিত্র সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়। কবির খান পরিচালিত এই সিনেমাটি ৬৩ কোটি ৫৬ লাখ রুপি আয় করে।

৯. ২৭ জুন মুক্তি পায় কাল্কি টু এইট নাইন এইট এডি। বক্স অফিস কাঁপানো এই সিনেমাটি এই বছরের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হিসেবে আবির্ভূত হয়েছিল। হিন্দি সংস্করণে, এটি ভারতীয় বক্স অফিসে ২৯৩ কোটি ১৩ লাখ রুপি আয় করে।

১০. তবে সবাইকে ছাড়িয়ে গেছে স্ত্রী টু। ভারতের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে চলছে এখনও। এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে এই ছবির আয় ৫৬৪ কোটি রুপি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত