Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

রোদ-বৃষ্টিতে কচ্ছপের উঁকি ঝুঁকি

কয়েকদিনের বৃষ্টিতে জলাধারগুলোতে বেড়ে গেছে কচ্ছপের আনাগোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পুকুরেও বেড়েছে তাদের বিচরণ। ছবি : জীবন আমীর
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
টিপটিপ বৃষ্টি ঝরছে। এর মধ্যেই শুকনো নারকেলের ওপর বসে আকাশপানে তাকিয়ে আছে সে। ছবি : জীবন আমীর
বৃষ্টি থামতেই নারকেলের শুকনো ডগার ওপর বসে রোদ পোহাচ্ছে এই তিন সরীসৃপ। ছবি : জীবন আমীর
যেভাবে লাইন ধরে আছে, তাতে মনে হচ্ছে কোনও গন্তব্যে তাদের এখনই পৌঁছাতে হবে। ছবি : জীবন আমীর
রোদ উঠে গেছে। তাই দেখে পুকুরের পানিতে দিব্যি দল বেঁধে সাঁতরে বেড়াচ্ছে তারা। ছবি : জীবন আমীর

আরও পড়ুন