Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

ডার্বিতে উড়ন্ত-দুরন্ত টটেনহাম

টটেনহামের চতুর্থ গোলটি করেছেন সন হিউং মিন। ছবি : এক্স
টটেনহামের চতুর্থ গোলটি করেছেন সন হিউং মিন। ছবি : এক্স
[publishpress_authors_box]

লন্ডন ডার্বির শুরুটা হয়েছিল হাড্ডাহাড্ডি। বিরতির আগে টটেনহাম-ওয়েস্ট হামের সমতা ছিল ১-১ গোলে। পরের অর্ধে বদলে গেল ম্যাচের ছবি। ৪-১ গোলের উড়ন্ত-দুরন্ত জয়ে ওয়েস্ট হামকে বিধ্বস্ত করল টটেনহাম। প্রতিশোধ নিল গত বছর ডিসেম্বরে ২-১ গোলে হারেরও।

আন্তর্জাতিক বিরতির পর আজ (শনিবার) প্রিমিয়ার লিগে উত্তাপ ছড়ানোর আভাস দিয়েছিল লন্ডন ডার্বি। ১৮ মিনিটে মোহাম্মদ কুদুসের গোলে এগিয়ে যায় টটেনহাম। ৮৬ মিনিটে সেই কুদুসই দেখেন লাল কার্ড। তবে আক্রমণের পসরা সাজিয়ে টটেনহাম ৪ গোল আদায় করেছিল এর আগেই। পোস্টে ২২টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে ৭টি, জালে জড়ায় এর ৪টি।

মোহাম্মদ কুদুসের গোলে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট হাম। তবে ৮৬ মিনিটে লাল কার্ড দেখেন তিনি। ছবি : এক্স

৩৬ মিনিটে জেমস মেডিসনের পাসে সমতা ফেরান দেজান ক্লুসেভেস্কি।

সর্বশেষ তিন প্রিমিয়ার লিগ ম্যাচে এ নিয়ে দুই গোল করলেন ক্লুসেভেস্কি। অথচ এর আগে খেলা ১৮ ম্যাচে গোল ছিল কেবল একটি।

৫২ থেকে ৬০- এই ৮ মিনিটের ঝড়ে আরও ৩ গোল আদায় করে টটেনহাম।  ৫২ মিনিটে বিসুমার গোলের পর ৫৫ মিনিটে আত্মঘাতী গোল করেন আলফনসো আরেয়োলা। ৬০ মিনিটে অপর গোলটি মসন হিউং মিনের। এরপরই জয় নিশ্চিত হয়ে যায় একপ্রকার।

 এই জয়ে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টটেনহাম উঠে এল ৬ নম্বরে। আর ৮ পয়েন্ট পাওয়া ওয়েস্ট হাম আছে ১৪ নম্বরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত