Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সেন্টমার্টিন গিয়ে আর ফেরা হলো না রেজাউলের

কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ফাইল ছবি
[publishpress_authors_box]

বন্ধুবান্ধব মিলে টাঙ্গাইলের মো. রেজাউল রহমান খান (৪৩) কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন বেড়াতে গিয়ে আর ফিরতে পারলেন না।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রবাল দ্বীপটির উত্তর-পশ্চিমপাড়ার সি প্রবাল রিসোর্টে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেজাউল টাঙ্গাইল সদরের প্রয়াত মতিউর রহমানের খানের ছেলে।

তিনি বলেন, টাঙ্গাইল সদর থেকে তারা (রেজাউল) ৪০ জন বন্ধুবান্ধব শনিবার সেন্টমার্টিনে ঘুরতে আসেন। তারা সি প্রবাল রিসোর্টে উঠেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত সেন্টমার্টিন ২০ শয্যার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগে রেজাউলের মৃত্যু হয় বলে জানিয়ে সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।”

সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুর রহিম বলেন, “টাঙ্গাইল থেকে ৪০ জনের একটি গ্রুপ আমার রিসোর্টে উঠে। এর মধ্যে একজন অসুস্থ হয়ে মারা গেছে।”

পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, রাতে সাগর উত্তাল ছিল। মরদেহটি হাসপাতালে রাখা হয়। রবিবার সকালে মরদেহটি টেকনাফ হয়ে টাঙ্গাইলের উদ্দেশে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত