Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বাণিজ্য মেলায় প্রবেশ ফি বাড়ল

২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছবি : জীবন আমির
২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছবি : জীবন আমির
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ঢাকার পূর্বাচলে রবিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় এবার প্রবেশ ফি কিছুটা বাড়ানো হয়েছে। এ বছর বড়দের জন্য মেলায় প্রবেশ টিকিটের দাম ৫০ টাকা ও শিশুদের (১২ বছরের নিচে) জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছর মেলায় বড়দের প্রবেশ টিকিটের দাম ছিল ৪০ টাকা। আর শিশুদের টিকিদের দাম ছিল ২০ টাকা। এবার টিকটের দাম অনলাইনে পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে।

১৯৯৫ সাল থেকে বাণিজ্য মেলার আয়োজন করে আসছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। রবিবার ২৮তম মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

ইপিবি সূত্র জানায়, দর্শনার্থীদের সুবিধার্থে ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। এ বছর মেলায় দেশি-বিদেশি ৩৫১টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির ১৫টি খাবারের স্টল রাখা হয়েছে মেলায়।

পূর্বাচলের বাণিজ্য মেলা আগ্রহের অস্তাচলে

এছাড়াও রয়েছে একটি প্রার্থনা কক্ষ, শিশুদের খেলার জায়গা, মিডিয়া কর্নার, অফিস কক্ষ, মেডিকেল কক্ষ, কর্মকর্তাদের জন্য অতিথি কক্ষ ও বিপণি বিতান। পার্কিং এলাকায় ৫০০টি যানবাহন রাখার সুবিধা রয়েছে।

এবারের বাণিজ্য মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের পণ্য উৎপাদক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর প্রভৃতি পণ্য প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত