Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বব ডিলানের বায়োপিকের ট্রেইলারে টিমোথি শ্যালামে গাইলেন ‘লাইক আ রোলিং স্টোন’

A Complete Unknown 01
[publishpress_authors_box]

মুক্তি পেল বব ডিলানের বায়োপিক, ‘আ কমপ্লিট আননোন’- এর ট্রেইলার। ট্রেইলারে নোবেল জয়ী গীতিকার-গায়ক বব ডিলানের চরিত্রে অভিনয় করতে দেখা যায় টিমোথি শ্যালামেকে। মঙ্গলবার ট্রেইলারটি মুক্তি পায়।

‘আ কমপ্লিট আননোন’ নির্মাণ করেছেন জেমস ম্যানগোল্ড। সিনেমার গল্পে দেখানো হয়েছে ৬০ দশকের তরুণ বব ডিলানকে। যিনি মিনেসোটা থেকে পাড়ি দেন গ্রিনউইচে। আর এতেই যেন আমেরিকান ফোক সংগীতের গল্পটাই পাল্টে যায়।

নির্মাতা ম্যানগোল্ড জানান, বায়োপিক বলতে যা বোঝায় তেমন কিছু তিনি করতে চাননি। বব ডিলানের জীবনের কয়েকটি মুহূর্তই তিনি তুলে আনতে চেয়েছেন।

টিমোথি শ্যালামে। ছবি- অভিনেতার ইন্সটাগ্রাম হ্যান্ডেল

ডিলানের চরিত্র অভিনয় করা শ্যালামে সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। শ্যালামের অভিনয় ক্যারিয়ার একেবারে কিশোর বয়সে টিভি সিরিজ ‘হোমল্যান্ড’ দিয়ে।

২০১৭ সালে ‘কল মি বাই ইয়োর নে্ইম’ সিনেমায় অভিনয় করে অস্কার ও বাফটায় সেরা অভিনেতার মনোনয়নও পেয়েছিলেন শ্যালামে।

ইহুদী পরিবারে জন্ম নেওয়া বব ডিলানের প্রকৃত নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। ১৯৪১ সালের ২৪ মে মিনেসোটার ডুলুথে তার জন্ম। হাতে প্রথম গিটার আসে মাত্র ১২ বছর বয়সে। দুই বছরের মাথায় তিনি স্কুলের ব্যান্ডে বাজাতে শুরু করেন।

উডি গাথরির গান অল্প বয়সেই জিমারম্যান, যাকে আমরা বব ডিলান নামেই চিনি- তাকে টেনে নিয়ে যায় লোকসংগীতের পথে। ইংরেজ কবি ডিলান টমাসের নামের অনুপ্রেরণায় তিনি নিজের নাম বদলে নিয়েছিলেন।

‘আ কমপ্লিট আননোন’ সিনেমার ট্রেইলারে জোয়ান বায়েজের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় মোনিকা বারবারোকে। আর পিট সিগারের চরিত্রে দেখা যাবে ‘ফাইট ক্লাব’ খ্যাত এডওয়ার্ড নর্টনকে।

সিনেমাটি ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত