Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেটে ট্রেন লাইনচ্যুত, ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

বুধবার সন্ধ্যা লাইনচ্যুত হয়েছিল পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি। ছবি : সকাল সন্ধ্যা
বুধবার সন্ধ্যা লাইনচ্যুত হয়েছিল পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

চট্রগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। প্রায় ১০ ঘন্টা পর বুধবার রাত ৩টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম সকাল সন্ধ্যাকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের কটালপুরে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস শমসেরনগর স্টেশনে ও জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে আটকা পড়ে।

তিনি জানান, পরে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। লাইনচ্যুত বগি দুটি ওঠানোর পর বুধবার রাত ৩টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল সকাল সন্ধ্যাকে জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের পর বুধবার রাত ৩টা ২৫ মিনিটে ঢাকাগামী উদয়ন এক্সপ্রেস সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি বুধবার রাত ১০টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

তিনি আরও জানান, জয়ন্তিকা এক্সপ্রেস বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে সিলেট স্টেশনে পৌঁছে। কালনী এক্সপ্রেস সকাল ৭টার দিকে সিলেট স্টেশনে পৌঁছে। দুর্ঘটনার জন্য প্রতিটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত