কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে টানা ১৪ দিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৭টা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিকাল পৌনে ৩টা পর্যন্ত ৫টি ট্রেন কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়েছে। ফিরে এসেছে ৪টি ট্রেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, “নির্বিঘ্নে ট্রেন চলাচল করেছে। সকালে দুটি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়। যাত্রী কিছুটা কম ছিল। অনেকে ট্রেন চলাচলের খবর হয়তো পাননি। আশা করা যাচ্ছে, শুক্রবার থেকে যাত্রী বাড়বে।”
রেলওয়ের কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, তুরাগ কমিউটার, কর্ণফুলী কমিউটার ও নারায়ণগঞ্জ কমিউটার ছেড়ে গেছে।
এদিন খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-রহনপুর, খুলনা-বেনাপোল, বেনাপোল-মোংলা, রাজবাড়ী-ভাঙ্গা এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ১২টি লোকাল ট্রেন চলাচলের শিডিউল রয়েছে।
চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার ও নাজিরহাট কমিউটার এবং ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এবং ঝারিয়া রুটে দুইদিক থেকেই লোকাল ট্রেন চালু হয়েছে।
এর আগে গত ২৫ জুলাই শুক্রবার তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়।