৯ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনের উদ্ধারকাজ শেষ হলে আবার শুরু হয় ট্রেন চলাচল। তবে এলোমেলো হয়ে পড়া শিডিউল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। ছবি : হারুন-অর-রশীদট্রেন আসা-যাওয়ার সময় ঠিক না থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। বিশেষ করে স্টেশনে আসা শিশু ও বয়স্কদের কষ্ট হয় বেশি। ছবি : জীবন আমীরট্রেনের আসা-যাওয়া নেই, তাই যাত্রীদের ওঠানামাও নেই। কাজের আশায় ব্যাগপত্র টানার ট্রলি নিয়ে অপেক্ষা করছেন শ্রমিকরা। ছবি : জীবন আমীর কতক্ষণ আর এভাবে অপেক্ষা করা যায়! শিশুটিকে ব্যস্ত রাখতে তার হাতে তুলে দেওয়া হয়েছে মুঠোফোন। ছবি : হারুন-অর-রশীদট্রেনের অপেক্ষা করতে থাকা আরেক শিশুকে ব্যস্ত রাখার চেষ্টা অভিভাবকের। ছবি : হারুন-অর-রশীদঅপেক্ষার প্রহর দীর্ঘ। তাই ব্যাগে মাথা রেখেই একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা। ছবি : হারুন-অর-রশীদঅনেককেই রাতভর অপেক্ষা করতে হয়েছে স্টেশনে। ছবি : হারুন-অর-রশীদকে কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন, তার কোনও নিশ্চয়তা নেই। ছবি : জীবন আমীর