রোজার ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের আগাম টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।
প্রথম দিন ররিবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ৩ এপ্রিলের টিকেট বিক্রি হয়।
বিক্রি শুরুর ৩ ঘণ্টার মধ্যে ১২ হাজার ৬০০ টিকেট বিক্রি শেষ হয়ে যায় বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
সকাল ৮টায় এদিনের টিকেট বিক্রি শুরু হয়েছিল।
মাসুদ বলেন, “পশ্চিমাঞ্চলের (রংপুর-রাজশাহী-খুলনা অঞ্চল) ট্রেনগুলোতে প্রায় ১৬ হাজার আসন ছিল। সকাল সাড়ে ৮টায় প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার আমাদের ওয়েবসাইট ভিজিট করেছিল।”
দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম-সিলেট অঞ্চল) ৩ এপ্রিলের টিকেট বিক্রি শুরু হবে বলে জানান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। প্রতিবারের মতো এবারও ট্রেনের আগাম টিকেট বিক্রি করছে রেলওয়ে।
ররিবার ৩ এপ্রিলের টিকেট বিক্রি শেষ করার পর সোমবার ৪ এপ্রিলের, মঙ্গলবার ৫ এপ্রিলের, বুধবার ৬ এপ্রিলের, বৃহস্পতিবার ৭ এপ্রিলের, শুক্রবার ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকেট বিক্রি হবে।
রেলের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট বিক্রি হচ্ছে।
রেল কর্মকর্তা মাসুদ বলেন, “ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকেট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকেট দেওয়া হচ্ছে।”
মানুষের ঈদযাত্রা স্বস্তিকর রাখতে রেলের প্রয়াস তুলে ধরতে গিয়ে তিনি বলেন, এবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকেট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে।
ঈদ শেষে ফিরতি যাত্রার ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ঢাকামুখী বিভিন্ন ট্রেনের ১৩ এপ্রিলের টিকেট পাওয়া যাবে।