কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও তাণ্ডবের কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকা রেল পরিষেবা চালু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।
তবে সীমিত আকারে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করবে বলে মঙ্গলবার জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “ঝুঁকি কম যে রুটে, সেসব রুটে আমরা ট্রেন চালাব। তবে দিনের বেলা ট্রেন চালানো হবে।”
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকাল থেকে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।
ট্রেন চলাচলের বিষয়ে মঙ্গলবার রেল ভবনে বৈঠক হয়। বৈঠকে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের একটি সূত্র জানায়, স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চালানো হবে। এক্ষেত্রে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল রুটে ট্রেনগুলো বেশি চলাচল করবে। কারফিউ শিথিল থাকার সময় এসব রুটে দিনে তিন থেকে চার বার চলাচল করবে ট্রেন। তবে বৃহস্পতিবার একবারই আসা-যাওয়া করতে পারে।