Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সে রেল নেটওয়ার্কে হামলা

ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: টুইটার
ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক প্যারিস। রাজধানীর বুকে ক্রীড়াযজ্ঞের জমকালো উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা লেগেছে ফ্রান্সে। হামলার শিকার হয়েছে দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্ক (টিজিভি)। ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা। এতে তিনটি অঞ্চলের রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল ব্যহত।

শুক্রবার (২৬ জুলাই) রেল নেটওয়ার্কে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ। তারা জানিয়েছে, রাতে একযোগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের লাইন।

হামলার পর বেশ কয়েকটি পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যে লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ঠিক করতে পুরো সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা এসএনসিএফ। তারা জানিয়েছে, “টিজিভি নেটওয়ার্ককে অচল করে দিতে এই হামলা চালানো হয়েছে।” 

এসএনসিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় অনেক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে এর মধ্যে বেশিরভাগ লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনটি অঞ্চলের লাইন ক্ষতিগ্রস্ত হলেও দক্ষিণ পূর্বাঞ্চলের হামলার প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া গেছে।

আপাতত যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার অনুরোধ করেছে এসএনসিএফ। একই সঙ্গে যাত্রীদের রেল স্টেশনে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

ফ্রান্সে এমন সময় রেল নেটওয়ার্কে হামলা হলো, যখন গোটা বিশ্বের নজর ইউরোপের দেশটিতে। মাত্র কয়েক ঘণ্টা পর দেশটির রাজধানীতে উদ্বোধন হতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ২০৬ দেশের ৭ হাজার অ্যাথলেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত