Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সাবেক এমপি মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
[publishpress_authors_box]

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দিয়েছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার সাবেক সংসদ সদস্য মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মান্নানসহ অন্য আসামির বিরুদ্ধে যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও প্রতারণামূলকভাবে কাগুজে প্রতিষ্ঠান মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে।

সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি যেন তা করতে না পারেন, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া একান্ত আবশ্যক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত