কক্সবাজারের সাগরে দ্রুতগতির জলযান জেটস্কি থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ওই পর্যটকের নাম মোহাম্মদ আল মামুন হাওলাদার।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের সাগরে এমন ঘটনা ঘটে বলে জানান সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফগার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত।
প্রাণ হারানো পর্যটক মামুন হাওলাদার বরিশালের উজিরপুরের নুরে আলম হাওলাদারের ছেলে। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করতেন।
সাইফুল্লাহ সিফাত জানান, কক্সবাজার ভ্রমণে আসা এই পর্যটক জেটস্কিতে করে সাগরে আনন্দ উপভোগ করতে নামেন। এক পর্যায়ে তিনি জেটস্কি থেকে পানিতে পড়ে যান। জেটস্কির চালক তাকে নানাভাবে উদ্ধারের চেষ্টা করলেও ঢেউয়ের কারণে পারেননি।
লাইফগার্ড কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ওই পর্যটকের পরনে লাইফ জ্যাকেট ছিল না।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিষ্ট্রেট মো. তানভির হোসেন জানান, জেটস্কি থেকে পড়ে প্রাণ হারানো পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পর থেকে জেটস্কি চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।