দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ট্রাভিস হেড। প্রথমবার জিতেছেন অ্যালান বোর্ডার মেডেল। অস্ট্রেলিয়ান ক্রিকেটে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে বড় পুরস্কার এটি। এক বছরের পারফরম্যান্স বিচার করে ভোটের মাধ্যমে নির্ধারণ করা হয় বিজয়ী। সেই মাপকাঠিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন হেড। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড।
জশ হ্যাজেলউডকে পেছনে ফেলে বর্ষসেরা হয়েছেন হেড। বাঁহাতি ব্যাটার পেয়েছেন ২০৮ ভোট। দ্বিতীয় হওয়া হ্যাজেলউড পেয়েছেন ১৫৮ ভোট। গত ১২ মাসের পারফরম্যান্স বিচারে হেড ছিলেন দুর্দান্ত। এই সময়ে ৩১ বছর বয়সী ব্যাটার তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ১ হাজার ৪২৭ রান। তার পরের অবস্থানে থাকা স্মিথ করেছেন ৮০৬ রান।
এর মধ্যে হেডের সবচেয়ে কার্যকরী ইনিংস সম্ভবত অ্যাডিলেড টেস্টে ভারতের বিপক্ষ। দিবারাত্রির এই টেস্টে ১৪১ বলে ১৪০ রানের চমৎকার ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে সিরিজে ফিরিয়েছিলেন তিনি। তবে অ্যালান বোর্ডার মেডেল সরাসরি নিতে পারেননি হেড। অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কাছ থেকে পুরস্কারটি নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার টেস্ট দল এখন শ্রীলঙ্কা সফরে। সেকারণে টেস্ট দলের কেউ থাকতে পারেননি অনুষ্ঠানে। হেডকে তাই গল থেকেই গ্রহণ করতে হয়েছে পুরস্কারটি। এই ব্যাটার বলেছেন, “আমার মনে হচ্ছে, ভারত সিরিজ মাত্র শেষ হলো। ভালো অবদান রাখতে পেরেছি। এটা সত্যিই খুব ভালো পাঁচ-ছয়টি সপ্তাহ ছিল।”
এদিকে হেডের মতো প্রথমবার মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সাদারল্যান্ড। এই ব্যাটার প্রথম নারী ক্রিকেটার হিসেবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়াকাতে খেলেছিলেন ২১০ রানের ইনিংস।