মুলতানে প্রথম টেস্টে ৫৫০ রানের বেশি করেও ইনিংসে হেরেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে এমন হারের পর কোপ পড়েছে দলের কজন তারকার উপর। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সরফরাজ আহমেদদের মতো তারকাদের।
শেষ দুই টেস্টে বিশেষ করে বাবর আজমকে দলে না রাখার কোন যুক্তি খুঁজে পাচ্ছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। পাকিস্তানকে ‘নির্বোধ’ উল্লেখ করে ‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘‘পাকিস্তান তো জিতলই না। পিছিয়ে আছে ১-০ ব্যবধানে । এখন তারা বাবর আজমের মতো সেরা খেলোয়াড়কে বাদ দিল। পাকিস্তান ক্রিকেট যে সারপ্রাইজে ভরপুর সেই ধারণা আমার আছে। তবে এটা (বাবরকে বাদ দেওয়া) সবকিছুকে ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে নির্বোধের মতো সিদ্ধান্ত, যদি না ছুটিতে পাঠানো হয় ওকে।’’
ইংল্যান্ড সিরিজ শেষে পাকিস্তান যাবে অস্ট্রেলিয়ায়। সেখানে তারা খেলবেন ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচের সিরিজ। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে হবে প্রথম ওয়ানডে। সেই ওয়ানডে সিরিজের দল আজ (সোমবার) ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ সময় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ।
মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করাতে হবে বলে দলে নেই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অন্তত ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে স্বস্তির হচ্ছে অধিনায়ক প্যাট কামিন্সের ফেরা। গত ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার দলে ডাক পেয়েছেন মার্কাস স্টয়নিসও।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস, শন অ্যাবট, কুপার কনোলি, জেইক ফ্রেজার–ম্যাগার্ক, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস।