Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

হাতিয়ায় ট্রলার ডুবে শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু 

hatiya
Picture of আঞ্চলিক প্রতিবেদক, নোয়াখালী

আঞ্চলিক প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় পণ্যবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা বাকি ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে ভাসানচর থেকে ৮ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় নিহতরা হলেন- আজিজুল হক (২), তার ভাই আব্দুল কাদের (৩), আছিয়া বেগম (৩) ও লায়লা বেগম (৪৫)। 

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১ জন যাত্রী ও কিছু পণ্য নিয়ে একটি ছোট ট্রলার ভাসানচরের উদ্দেশে রওনা দেয়। পথে ভাসানচর থেকে ৮ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় তলা ফেটে ট্রলারটি ডুবে যায়।

ওসি আবু জাফর বলেন, ডুবে যাওয়া ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ জন রোহিঙ্গা ছিলেন। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।

পরে ট্রলারডুবিতে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় একজন নিখোঁজ রয়েছে বলা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

ছোট ছোট এ ধরনের ট্রলারে চট্টগ্রাম থেকে মালামাল ও যাত্রী আনা-নেওয়া করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত