ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড আগেই ঘোষণা দিয়েছেন লিভারপুল ছাড়ছেন তিনি। অ্যানফিল্ডে শেষ ম্যাচে খেলে দর্শকদের কাছ থেকে বিদায়ও নেন। এর আগে থেকেই গুঞ্জন ছিল, লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এই রাইট ব্যাক। সেটাই সত্যি হলো, ক্লাব বিশ্বকাপ খেলতে আগেভাগেই মাদ্রিদের ক্লাবে নাম লেখালেন আলেক্সান্ডার-আরনল্ড।
৩০ জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি ছিল আলেক্সান্ডার-আরনল্ডের। এরপর ফ্রি-তে যেকোনও ক্লাবে যোগ দিতে পারতেন তিনি। দলবদলে রিয়াল মাদ্রিদকে একটি পয়সাও দিতে হতো না লিভারপুলকে। কিন্তু ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের ক্লাবটির এই রাইট ব্যাককে চাই-ই চাই। তাই ফ্রি-তে পাওয়া হলো না আলেক্সান্ডার-আরনল্ডকে।
ফিফার ‘বিশেষ ট্রান্সফার উইন্ডো’তে ইংলিশ ফুটবলারকে দলে টানতে রিয়ালকে খরচ করতে হলো ১০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১৬৫ কোটি টাকার মতো।
Comunicado Oficial: presentación de Trent Alexander-Arnold.
— Real Madrid C.F. (@realmadrid) June 11, 2025
লিভারপুল এক বিজ্ঞপ্তিতে আলেক্সান্ডার-আরনল্ডের রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একইসঙ্গে ট্রান্সফার ফি’র অঙ্কটাও জানিয়েছে ইংলিশ ক্লাবটি। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে এই রাইটব্যাককে পরিচয় করিয়ে দেবে।
১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। এবার ৩২ দল নিয়ে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। ইউরোপ অঞ্চল থেকে এই প্রতিযোগিতায় শিরোপার মিশনে নামবে রিয়াল। নতুন কোচ জাবি আলোনন্সোর অধীনে প্রথমবার নামার অপেক্ষায় দলটি।
ক্লাব বিশ্বকাপের আগে রক্ষণ শক্তিশালী করতে আলেক্সান্ডার-আরনল্ডকে ঘরে তুলল রিয়াল মাদ্রিদ।