Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

আর বিশ্বকাপ খেলবেন না বোল্ট

বোল্ট-০৬
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন ট্রেন্ট বোল্ট। তখনই বোঝা গিয়েছিল জাতীয় দলের জার্সিতে খুব বেশি দেখা যাবে না বাঁহাতি পেসারকে। গুরুত্বপূর্ণ সিরিজ ও বড় টুর্নামেন্টেই কেবল পাওয়া যাবে তাকে। তবে বড় আসরেও সম্ভবত আর দেখা যাবে না। বোল্ট নিজেই জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলবেন না তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান বিশ্বকাপ ভালো যায়নি নিউজিল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কাছে হেরে দুই ম্যাচে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। উগান্ডার বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে দাপুটে জয় পেলেও বড্ড দেরি হয়ে গেছে দলটির। এই ম্যাচে চমৎকার বোলিংয়ের পরই বোল্ট জানিয়েছেন, এটাই হতে যাচ্ছে তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

উগান্ডাকে ৪০ রানে অলআউট করার পথে বোল্ট মাত্র ৭ রানে নিয়েছেন ২ উইকেট। বারুদে বোলিংয়ের পর কিউই পেসার বলেছেন, “নিজের প্রসঙ্গে কথা বললে, আমি বলব এটাই হতে যাচ্ছে আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।”

কুড়ি ওভারের পরবর্তী বিশ্বকাপ ২০২৬ সালে। পরের বছরই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন বোল্ট, এই সম্ভাবনা কতটুকু সেটা সময়ই বলে দেবে!

বোল্ট থেমে যাওয়ার কথা জানালেও তার বোলিং সঙ্গী টিম সাউদি খেলে যেতে চান। উগান্ডার বিপক্ষে ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকটে নিয়ে ম্যাচসেরা হওয়া এই ডানহাতি পেসার বলেছেন, “এই বিশ্বকাপে আসার আগে অনেকটা সময় বিশ্রাম পেয়েছি। শরীরটাও ভালো আছে। নিউজিল্যান্ডের হয়ে খেলতে সবসময় ভালোবাসি। ক্রিকেট খেলাটা আমার স্বপ্ন, এখনও খেলাটা উপভোগ করি। তাই নিশ্চিত করে বলতে পারছি না, আর কতদিন খেলব।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত