Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

পশ্চিমবঙ্গে দুর্গ অটুট রাখলেন ‘দিদি’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এবারও সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এবারও সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে।
[publishpress_authors_box]

গত এক দশকে একের পর এক নির্বাচনে শনৈ শনৈ উন্নতিতে পশ্চিমবঙ্গ নিয়ে বড় আশায় বুক বেঁধেছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি; গেরুয়া ঝড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উড়ে যাবে, এমন আভাস এসেছিল বুথফেরত জরিপেও; কিন্তু ভোটের ফল দেখাচ্ছে অন্য চিত্র।

মঙ্গলবার ভোট গণনার সঙ্গে ফল ঘোষণা যতই এগোচ্ছিল, বাংলাদেশ লাগোয়া রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের জয়ধ্বনি ততই বাড়ছিল।

সবশেষে দেখা যাচ্ছে, রাজ্যটিতে ক্ষমতাসীন মমতার দল আগের চেয়ে বেশি আসনে জিতছে। আর আসন কমে যাচ্ছে পদ্ম ফুলের। কংগ্রেস কোনও মতে একটি আসন ধরে রাখলেও বাম ফ্রন্ট কোনও আসনই পাচ্ছে না।

পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসন ৪২টি। আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, ২৯টি আসনে জয়ী হয়েছে ‍তৃণমূল। বিজেপি পেয়েছে ১২টি আসন।

তৃণমূল প্রার্থীদের কাছে বড় ব্যবধানে পরাস্ত হয়েছে বিজেপি এবং কংগ্রেসের প্রার্থীরা। যেমন রাজ্যের বহরমপুরে আসনে কংগ্রেসের প্রভাবশালী নেতা অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে।

অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর আসনে ৭ লাখের বেশি ভোট পেয়ে বিজেপির দিলীপ ঘোষকে হারিয়ে দিয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ।

আসানসোলে বিজেপির সুরেন্দ্রজিং সিং আহলুওয়ালিয়াকে পরাজিত করেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

ডায়মন্ড হারবারে তো রেকর্ডই গড়ে ফেলেছেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাত লাখের বেশি ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

বাম ফ্রন্টকে হটিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গে মমতা ক্ষমতায় যাওয়ার পর জাতীয় নির্বাচনেও তৃণমূলের আসন বাড়তে থাকে।

তবে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বড় মাথাব্যথা হয়ে দাঁড়ায় তৃণমূলের জন্য। ২০১৪ সালের নির্বাচনে দুটি আসনে জেতা বিজেপি পাঁচ বছর পর আসন ১৮টিতে নিয়ে যায়।   

এবার তৃণমূলকে ছাড়িয়ে বিজেপি ২০-২৪টি আসন জিততে যাচ্ছে বলে বুথফেরত জরিপে আভাস মিলছিল।  

বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারী এমনও বলেছিলেন, তৃণমূলের থেকে একটি হলেও বেশি আসন পাবে বিজেপি। অর্থাৎ তৃণমূল যদি ২০টি পায়, তাহলে বিজেপি ২১টি আসন পাবে।

কিন্তু মঙ্গলবার ভোট গণনা শুরুর পর থেকে বুথফেরত জরিপের পূর্বাভাস ভুল প্রমাণিত হতে থাকে।

অভিষেক বলেছিলেন, “আগের বার ২২টা পেয়েছিলাম। এবার যাই ঘটুক, ২৩টি আসন পাবই।”

ভোটের ফল বলছে, ২৩টি নয়, ২৯টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছে তৃণমূল।

ভোটের ফল দেখার পর পশ্চিমবঙ্গের মানুষের কাছে ‘দিদি’ হিসাবে পরিচিত মমতা সাংবাদিকদের সামনে এসে বললেন, “আমি খুশি যে নরেন্দ্র মোদী হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওর অবিলম্বে উচিৎ পদত্যাগ করা।”

মমতা আরও বলেন, “বাংলার মানুষকেও আমরা ধন্যবাদ দেব যে তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে আমাদের বেছে নিয়েছেন। আমাদের ভোটের সংখ্যা বেড়েছে।

“যেখানে হেরেছে, খুব অল্প ভোটে হেরেছে। জোর করে হারানো হয়েছে। তবে ওরা যে রাজনীতি করছে। আমি ছেড়ে দেব না। রাজনৈতিক বদলা নেব। দরকারে পুনর্গণনা হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত