বাংলাদেশের স্পিনিং উইকেটে সুইপ বড় অস্ত্র ব্যাটারদের। দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসও পরিকল্পনা করে এসেছিলেন স্পিনের বিপরীতে সুইপ করবেন। কিন্তু তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজের বিপক্ষে এই শটে ঠিক স্বাচ্ছন্দ্য ছিলেন না স্টাবস।
এরপর পরিকল্পনা বদলে রিভার্স সুইপ খেলতে থাকেন স্টাবস। সফলও হন তাতে। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে এ নিয়ে স্টাবস বললেন, ‘‘ম্যাচের আগে সুইপের পরিকল্পনা ছিল আমার। আমি ঠিক স্বাচ্ছন্দ্যে ‘আসল সুইপ’ করতে পারছিলাম না। এজন্যই আজ বেশি রিভার্স সুইপ খেলেছি। টনি খুব ভালো খেলছিল শটটা। যখন কোনো দিন কিছু কাজ করে সেদিন সেটাতেই থাকা উচিত। এটা ভালো ব্যাটিং উইকেট, তবে এখানে হাত খুলে রানও করা যায় না।’’
বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কদর আছে স্টাবসের। টি-টোয়েন্টি স্পেশালিস্ট এই ব্যাটার অবশ্য পছন্দের ফরম্যাট হিসেবে বললেন ওয়ানডের কথা, ‘‘আমি কিন্তু লাল বলের খেলোয়াড়ই ছিলাম (ট্রিপল সেঞ্চুরি আছে প্রথম শ্রেণীতে)। এটা আসলে মানসিকতার ব্যাপার। আমার প্রিয় ফরম্যাট ওয়ানডে। তবে টেস্টও ভালোবাসি।’’
বাংলাদেশের গরম নিয়ে স্টাবস জানালেন, ‘‘ক্যারিবিয়ান সফরেও প্রচণ্ড গরম ছিল। এরপর আমরা আরব আমিরাতে আসি। অভ্যস্ত হয়ে উঠেছি অস্বস্তিকর গরমের সঙ্গে। প্রচুর ঘেমেছি এখানে। চেষ্টা করেছি নিজের গ্লাভসগেুলো শুষ্ক রাখতে। সৌভাগ্যক্রমে আমার স্পনসর অনেকগুলো গ্লাভস দিয়েছে এই সফরের জন্য। এটাই বড় চ্যালেঞ্জ (গরম)।’’