যুক্তরাষ্টের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগ্নে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিজের নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবার্ট কেনেডি একজন ভ্যাকসিনবিরোধী এবং বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচারকারী হিসাবে পরিচিত। তার স্বাস্থ্য সংক্রান্ত এমন অনেক তথ্য ছড়ানোর ইতিহাস রয়েছে, যা বিজ্ঞানীদের দৃষ্টিতে মিথ্যা।
বিবিসি জানায়, সেনেটে তার নিয়োগ অনুমোদন পেলে তিনি একটি বড় সংস্থার নেতৃত্ব দেবেন, যা খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসা গবেষণা এবং কল্যাণমূলক কর্মসূচি- সব কিছুর তদারকি করবে।
গত প্রায় এক সপ্তাহ ধরে ট্রাম্প তার নতুন প্রশাসনের বিভিন্ন পদের জন্য একের পর এক মনোনীতদের নাম ঘোষণা করে আসছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় রবার্ট কেনেডির নাম ঘোষণা করেন ট্রাম্প।
পেশায় পরিবেশবাদী আইনজীবী রবার্ট কেনেডি এবছর প্রথমে ডেমোক্র্যাট পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন। কিন্তু তার পরিবারের সদস্যরাই তাকে সমর্থন না দিয়ে বাইডেনকে সমর্থন দেয়।
২০২৪ সালের নির্বাচন চক্রের শেষ দুই মাসে তিনি ‘মেইক আমেরিকা হেলদি এগেইন’ নামে ট্রাম্প প্রচারাভিযানের একটি উদ্যোগের নেতৃত্ব দেন।
ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে রবার্ট কেনেডি স্বাস্থ্যখাতে নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং ফুড অ্যান্ড ড্রাগ সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর মতো জনস্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কিত বড় কোনও দায়িত্ব দেওয়া হবে।
ট্রাম্প আরও বলেছিলেন, তিনি কেনেডিকে স্বাস্থ্য, খাদ্য এবং ওষুধের বিষয়ে ‘গো ওয়াইল্ড’ তথা তার নিজের ইচ্ছামতো নীতি গ্রহণের ক্ষমতা দেবেন।
ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী বিজয় ভাষণেও বলেছিলেন, “তিনি (রবার্ট এফ কেনেডি) কিছু জিনিস করতে চান, এবং আমরা তাকে এটি করতে দেব।”
গত ২০ বছর ধরে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার এবং সোশাল মিডিয়ায় ভ্যাকসিনের ভুল তথ্য ছড়ানোর জন্য হিসাবে রবার্ট এফ কেনেডি জুনিয়র বেশি পরিচিত।
তবে এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে কেনেডি বলেন, তিনি ‘টিকা-বিরোধী’ নন এবং ‘কারো ভ্যাকসিন কেড়ে নেবেন না’। তিনি শুধু নাগরিকদের নিজেদের ওষুধ পছন্দ করার জন্য ‘সর্বোত্তম তথ্য’ দেন।
কিন্তু তিনি কোভিড ভ্যাকসিন সম্পর্কে মিথ্যা দাবি এবং ভ্যাকসিন ও অটিজমের সম্পর্ক নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে চলেছেন। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা একমত যে, ভ্যাকসিনের সঙ্গে অটিজমের কোনও সম্পর্ক নেই।
যৌবনে ১৪ বছর ধরে হেরোইনে আসক্তিতে ভোগা রবার্ট কেনেডি (৭০) যুক্তরাষ্ট্রের মাদকাসক্তির সংকট মোকাবেলায় সহায়তা করার বিষয়েও কথা বলেছেন।
তিনি গত বছর ডেইলি মেইলকে বলেন, “আমরা এখন মাদকাসক্তি ও মদ্যপানের মহামারি দেখছি।”