সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনে খুশি হলেও যুক্তরাষ্ট্রে সেখানে কোনও যুদ্ধে জড়াবে না বলে জানিয়ে দিলেন আগামী মাসে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প।
সিরিয়ায় পট পরিবর্তনের মধ্যে রবিবার তিনি সোশাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের এনিয়ে কিছু করার নেই। এটা আমাদের যুদ্ধ নয়। সেখানে জড়ানো যাবে না।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্প আগামী জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে যাত্রা শুরু করতে যাচ্ছেন। ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে বিশ্বে এত যুদ্ধ হতো না।
সিরিয়ার বিদ্রোহীরা যদি আসাদকে হটাতে পারে, তা ভালো ঘটনা হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
আসাদের পতনে উল্লাস প্রকাশ করে ট্রাম্প আরও লিখেছেন, “আসাদ গেছে, সে দেশ ছেড়ে পালিয়েছে। তার মদদদাতা, রাশিয়া, রাশিয়া, রাশিয়া …. যার নেতৃত্বে রয়েছেন ভ্লাদিমির পুতিন, তারা আর তাকে রক্ষা করতে আগ্রহী না।”
তিনি আরও বলেন, “সেখানে রাশিয়ার প্রথম হওয়ার কোনও সুযোগ নেই। সিরিয়ায় তাদের সব কিছু শেষ হয়েছে ইউক্রেনের কারণে।
“রাশিয়া আর ইরান এখন দুর্বল রাষ্ট্রের পরিণত হয়েছে। এর একটি কারণ ইউক্রেন যুদ্ধ ও অর্থনীতি, আরেকটি কারণ হলো ইসরায়েল এবং তাদের সাফল্য।”
ইউক্রেন যুদ্ধে হতাহতের চিত্র তুলে ধরে তিনি অবিলম্বে লড়াই থামানোর আহ্বান জানান।