Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

দোদুল্যমান ৭ অঙ্গরাজ্যেই জিতলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প– এটি নিশ্চিত হয়েছে গত বুধবারই। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল কলেজ ভোট যে তিনি পাচ্ছেন, তা জানা গেছে সেদিনই।

তবে সবগুলো অঙ্গরাজ্যের ভোটের ফল এরই মধ্যে জানা গেলেও বাকি ছিল সুইং বা দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনার ফল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে জানা গেছে, এই অঙ্গরাজ্যেও ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়েছে। এর মধ্য দিয়ে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্যের সবগুলোতেই জয় পেলেন রিপাবলিকান পার্টির এই প্রার্থী।

অ্যারিজোনায় জয় পাওয়ায় ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১২-তে, যেখানে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট। ফলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতেই হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

ঐতিহাসিকভাবে অ্যারিজোনা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির আধিপত্য থাকলেও ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে এখানে হেরে যান ট্রাম্প। এবার কমলা হ্যারিসের সঙ্গে জিতে অঙ্গরাজ্যটিতে আবারও রিপাবলিকান পতাকা ওড়ালেন তিনি। এর আগে ১৯৪৮ সালে একবার ডেমোক্র্যাটরা জিতেছিল এই অঙ্গরাজ্যে।

বিবিসির তথ্য অনুযায়ী, অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প ১৫ লাখ ৭৫ হাজার ৩০০ ভোট পান, যা সেখানে দেওয়া মোট ভোটের ৫২ দশমিক ৬ শতাংশ। ডেমোক্র্যাটির পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৪৬ দশমিক ৪ শতাংশ বা ১৩ লাখ ৮৯ হাজার ৯৮৮ ভোট।

বিজয় নিশ্চিত হওয়ার পর গত বুধবার ফ্লোরিডায় স্ত্রী ও ছেলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প।

বেশি ভোট পাওয়ায় এই অঙ্গরাজ্যের জন্য বরাদ্দ ১১টি ইলেকটোরাল ভোটের সবগুলোই যায় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের ঝুলিতে, যা তার মোট ইলেকটোরাল কলেজ ভোটসংখ্যা বাড়িয়ে ৩১২-তে উন্নীত করে।

এর আগে দোদুল্যমান অপর ছয় অঙ্গরাজ্য– জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনেও জয় পান ট্রাম্প, যা সার্বিকভাবে তার জয়ে বড় ভূমিকা রাখে।

যুক্তরাষ্ট্রের বাকি অঙ্গরাজ্যগুলোর কোনটিতে কারা জয় পাবে তা আগে থেকেই ধারণা পাওয়া গেলেও এই সাত অঙ্গরাজ্য নিয়ে সে রকম ধারণা করা যায় না। সবমিলিয়ে এই সাত অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ৯৩টি, যা নির্বাচনের ফল নির্ধারণে বরাবরই বড় ভূমিকা রাখে।

নির্বাচনে জয় পাওয়া রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রীতি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত