Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

পাকিস্তান, ভুটানসহ ৪১ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার চিন্তায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
[publishpress_authors_box]

বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব দেশের মধ্যে পাকিস্তান, ভুটান ও আফগানিস্তান আছে।

বিষয়টি সম্পর্কে জানে এমন কয়েকটি সূত্রের পাশাপাশি রয়টার্সের হাতে আসা অভ্যন্তরীণ এক বার্তা থেকে এ তথ্য পাওয়া গেছে।

সেই বার্তায় ৪১টি দেশকে তিনটি ভাগ করা হয়েছে। প্রথম দলে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা, উত্তর কোরিয়াসহ রয়েছে ১০টি দেশ।

এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা পাওয়া বন্ধ করা হবে।

এর পরের দলে পাঁচটি দেশের কথা বার্তায় উল্লেখ করা হয়েছে। দেশগুলো হচ্ছে ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও সাউথ সুদান।

এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের আংশিক ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। পর্যটক, শিক্ষার্থী ভিসাসহ অন্যান্য অভিবাসী ভিসা এই নিষেধাজ্ঞায় প্রভাবিত হবে। তবে কিছু ব্যতিক্রমও থাকবে।

সবশেষ তৃতীয় দলে পাকিস্তান, ভুটানসহ ২৬টি দেশ রয়েছে।

এই দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়া আংশিক স্থগিত করা হবে। তবে বিষয়টি নির্ভর করবে তাদের সরকারের পদক্ষেপের ওপর।

যদি তারা ৬০ দিনের মধ্যে চিহ্নিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ভিসা দেওয়া আংশিক স্থগিত করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত তালিকাটি পরিবর্তন করা হতে পারে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসন এই তালিকার অনুমোদন এখন পর্যন্ত দেয়নি।             

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার এই তালিকা নিয়ে প্রথম খবর ছেপেছিল দ্য নিউ ইয়র্ক টাইমস।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদেও ৭টি মুসলমানপ্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন দেশগুলোকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার অঙ্গীকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ট্রাম্পের অনেকগুলো জারি করা নির্বাহী আদেশের মধ্যে একটিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া যেকোনো বিদেশির নিরাপত্তা যাচাই আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়।

সেই নির্বাহী আদেশে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে বলা হয়, তারা যেন ২১ মার্চের মধ্যে সেসব দেশের তালিকা জমা দেন, যাদের নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিং প্রক্রিয়া খুবই দুর্বল।

এর ভিত্তিতে ওই দেশগুলোকে আংশিক বা পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

গত বছর নির্বাচনী প্রচারে ট্রাম্প অঙ্গীকার করেছিলেন, ফিলিস্তিনের গাজা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেনসহ যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, তাদের নাগরিকদের দেশটিতে প্রবেশ কঠিন বা বন্ধ করা হবে।

তথ্যসূত্র : এনডিটিভি

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত