হরর সিনেমা ‘স্ত্রী ২’ এমন এক সময় বক্স অফিসে ঝড় তুলেছে যখন মেয়েদের রাত দখলের পক্ষে সরব হয়েছে ভারতের সাধারণ মানুষ থেকে তারকারাও।
এই দুইয়ের মাঝে যোগসূত্র টেনে নায়িকা থেকে লেখক বনে যাওয়া টুইঙ্কেল খান্না মন্তব্য করেছেন, রাতে পুরুষের চেয়ে ভূত বরং নারীর জন্য নিরাপদ।
২৪ অগাস্ট টুইঙ্কেল খানার লেখা কলাম ছাপে টাইমস অব ইন্ডিয়া। কলামের শিরোনাম ‘হোয়াই গোস্টস ডোন্ট স্কেয়ার দ্য ইন্ডিয়ান স্ত্রী’ অর্থ্যাৎ ‘ভারতে মেয়েদের ভূতে ভয় নেই কেন’?
টুইঙ্কেল খান্নার চোখে হরর সিনেমায় গা ছম ছম করা যা কিছু দেখানো হয়, একজন নারীর প্রতিদিনের বাস্তবতা এর চেয়েও বিভীষিকাময়।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ৯ অগাস্ট কর্তব্যরত অবস্থায় ধর্ষণের শিকার হন ৩১ বছর বয়সী শিক্ষানবিশ নারী চিকিৎসক।
তিনি ৮ অগাস্ট থেকে টানা ৩৬ ঘণ্টার ডিউটিতে ছিলেন। রাতে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে পালমোনোলজি বিভাগের সেমিনার হলে বিশ্রাম নিতে যান ওই নারী। এরপর সকালে সেখানে তার মরদেহ পাওয়া যায়।
এই ঘটনায় পশ্চিমবঙ্গে ক্ষোভ দানা বাঁধে। তারপর শুরু হয় ‘রাত দখল’ করার আন্দোলন।
এই ধর্ষণ ঘটনায় বিচারের দাবিতে চলমান প্রতিবাদ ও বিক্ষোভের মধ্যেই মহারাষ্ট্রের বদলাপুরে দুই শিশুকে যৌন হয়রানির ঘটনা ঘটে। এরপর মুম্বাইয়ে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগের খবরও আসে সংবাদমাধ্যমে।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে, প্রতি ঘণ্টায় ৫১ জন্য ধর্ষণের শিকার হয়; তথ্যটি উঠে আসে টুইঙ্কেল খান্নার কলামে।
নিজের কলামের এক অংশে টুইঙ্কেল খান্না লিখেছেন, “এই গ্রহে ৫০ বছর কাটিয়ে দিচ্ছি। আমার শিশুকালে যা শেখানো হয়েছিল, এত বছর ধরে সেসব কথাই কন্যা সন্তানকে শিখিয়ে যেতে দেখছি।
“একা যেও না; পার্কে, স্কুলে, কর্মক্ষেত্রে। কোনো পুরুষের সঙ্গে একা যেও না; এমনকি তোমার চাচা, কাজিন বা বন্ধুর সঙ্গেও না। একা যেও না কারণ তুমি হয়তো আর ফিরে নাও আসতে পারো।”
নারী নিরাপত্তায় আইনের প্রয়োগে জোর দিয়ে এই নায়িকা বলেন, “আইনের উপস্থিতি নিশ্চিত করার খুব প্রয়োজন এখন। নারীকে ঘরবন্দি করে না রেখে পাবলিক প্লেসে তাদের নিরাপত্তা দিতে হবে।”
২০১৫ সালে প্রকাশিত টুইঙ্কেল খান্নার প্রথম বই ‘মিসেস ফ্যানিবোনস‘ ভারতে বেস্ট সেলার হয়।
ব্যাঙ্গাত্মক লেখনির জন্য সুনাম কুড়ানো টুইঙ্কেল খান্নার কলামের শেষ কথা হলো, “আর এর (নিরাপত্তা নিশ্চিত করার) আগ পর্যন্ত আমার মনে হয়, কোনো পুরুষের সামনে পড়ার চেয়ে দেশের সব স্ত্রীদের (নারী) অন্ধকারে ভূতের মুখোমুখি হওয়াই নিরাপদ।”
রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া এবং বরুণ ধাওয়ানকেও।
দ্রুততম সময়ে ৪০০ কোটি আয় করা বলিউড ফিল্মের তকমাও পেয়েছে ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর অভিনীত কোনো সিনেমা এই প্রথম ৪০০ কোটি রুপির দেখা পেয়েছে।
অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ সিনেমাটির বক্স অফিস আয় এরই মধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।