১ অক্টোবর এসএ টোয়েন্টির নিলাম। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার এবারের নিলামে রয়েছেন দুই বাংলাদেশি। ফর্মের তুঙ্গে থাকা পেসার হাসান মাহমুদ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়েছে নিলামের সংক্ষিপ্ত তালিকায়।
এসএ টোয়েন্টির সামনের আসর শুরু হবে আগামী বছরের ৯ জানুয়ারি। ওই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) হয়ে থাকে। ফলে দক্ষিণ আফ্রিকার প্রতিযোগিতায় সুযোগ পেলেও হাসান-সাইফউদ্দিনের খেলার খুব একটা সম্ভাবনা নেই। কারণ নিজেদের টুর্নামেন্ট বাদ দিয়ে বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র নিশ্চয় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার হতে যাচ্ছে এসএ টোয়েন্টির তৃতীয় আসর। প্রতিযোগিতা শুরুর আগে দলগুলো তাদের শক্তি আরেকটু বাড়িয়ে নিতে নিলামে অংশ নেবে। এবারের নিলামে ২০০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিান প্রতিযোগিতাটির আয়োজকরা।
এই সংক্ষিপ্ত তালিকা থেকে ৬ ফ্র্যাঞ্চাইজি মাত্র ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে। নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন হাসান মাহমুদ, সাইফউদ্দিন, শামার জোসেফ, নাসিম শাহ, জশ লিটল, কুশল মেন্ডিস, মার্টিন গাপটিলের মতো ক্রিকেটাররা।
নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের স্কোয়াড ১৯ জন হতে হবে। এই ১৯ জনের মধ্যে ১০ জন হবেন দক্ষিণ আফ্রিকার। সাতজন বিদেশি। আর বাকি দুজন আসবে রুকি (নবাগত) ও ওয়াইল্ড কার্ড ক্যাটাগরি থেকে।
এই ওয়াইল্ড কার্ড ক্যাটাগরি থেকেই এসএ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন দিনেশ কার্তিক। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার।
দক্ষিণ আফ্রিকান প্রতিযোগিতায় এবার অনেক বড় নাম যোগ হয়েছে। সেই তালিকায় ওপরের দিকে থাকবেন বেন স্টোকস, জো রুট, কেন উলিয়ামসন ও রশিদ খানরা।