Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিয়ের মৌসুমের শুরুতেই নতুন জীবনে দুই তারকা

(বামে) ছবিতে অভিনেত্রী তানজিকা আমিন ও তার স্বামী সাইফ বসুনিয়া। (ডানে) স্ত্রী সাদিয়া ইসলামের সঙ্গে সংগীত শিল্পী রেহান রাসূল।
(বামে) ছবিতে অভিনেত্রী তানজিকা আমিন ও তার স্বামী সাইফ বসুনিয়া। (ডানে) স্ত্রী সাদিয়া ইসলামের সঙ্গে সংগীত শিল্পী রেহান রাসূল।
[publishpress_authors_box]

মৌসুমের শুরুতেই দুই তারকার বিয়ের খবর পাওয়া গেল। পারিবারিকভাবে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। অন্যদিকে ‘বাজে স্বভাব’খ্যাত সংগীতশিল্পী রেহান রাসুল বিয়ে করেছেন আগেই, কেবল প্রকাশ করলেন এখন।

শুক্রবার অভিনেত্রী তানজিকা আমিন ফেইসবুকে বিয়ের বেশকিছু ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা গিয়েছে বিয়ের সাজে। জানালেন শুক্রবার কেবল বিয়ে পড়ানো সম্পন্ন হয়েছে তাদের। বিয়ের অনুষ্ঠানও এ মাসেই করার ইচ্ছে পরিবারের সকলের।

তিনি জানান, তার বর সাইফ বাসুনিয়া অস্ট্রেলিয়া প্রবাসী, ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন। এ অভিনেত্রী এক যুগ আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন। কয়েক বছর দাম্পত্যের পর ভেঙে যায় সে সংসার।

দীর্ঘদিন পর ফের সংসারে ফেরা প্রসঙ্গে তানজিকা বলেন, “সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। হুট করে বিয়ের কাজ সেরে ফেলেছেন। তবে এ মাসের মধ্যেই বিবাহ পরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে।”

অন্যদিকে সংগীতশিল্পী রেহান রাসূল বিয়ে করেছেন আগেই। শুক্রবার রাতে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন কেবল। কনের সঙ্গে একটি ছবি ফেইসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’

রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। এবিসি রেডিওতে প্রযোজক হিসেবে কর্মরত অবস্থায় ২০১৬ তার সাথে পরিচয় হয় রেহান রাসুলের। তবে প্রেমের শুরুটা এক বছর আগে। তারপরই হঠাৎ সিদ্ধান্তে বিয়ে।

রেহান বলেন, “আমরা বিয়েতে কোনো অনুষ্ঠান করিনি। আত্মীয়স্বজন কাউকে জানানোও হয়নি। দুই পরিবারের অভিভাবক পর্যায়ে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) মনে হয়, কাকে আলাদা করে জানাব, কাকে আয়োজন করে জানাব, কে আবার মন খারাপ করবে, কে অভিমান করবে—এসব চিন্তা করতে করতে মনে হলো, বিয়ের খবরটা এবার জানিয়ে দেওয়া উচিত। তাই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া, যার দোয়া করার করবেন। আমরা সবার শুভকামনা চাই।”

দুজন তারকাই ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দন বন্যায় ভাসছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত