Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের দুই নেতা কারাগারে

chatroleague leader
[publishpress_authors_box]

জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় দুই ছাত্রলীগ নেতা সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাঈমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নিষিদ্ধ করা হয় দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগ। সিয়াম রহমান ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্য সেন হলের সাধারণ সম্পাদক। এছাড়া আনোয়ার হোসেন নাঈম ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সভাপতি।

দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে গুলশান জোনাল টিমের ডিবি পুলিশের উপপরিদর্শক মাসুদ সরদার। এরপর ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ ডিসেম্বর সিয়ামকে ঢাকার আদাবর ও নাঈমকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদেরকে দুই দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। 

তাদের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। 

এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩৯১ জনকে এজাহারনামীয় আসামি হিসেবে করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও এক হাজার জনকে। মামলার এজাহারে সিয়াম ২৬ ও নাঈম ৩৩ নাম্বার আসামি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত