Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বরিশালে পথচারীকে চাপা দিয়ে বাস পুকুরে, নিহত দুই  

বরিশালের উজিরপুরের মানচিত্র।
বরিশালের উজিরপুরের মানচিত্র।
[publishpress_authors_box]

বরিশালের উজিরপুরে পথচারী এক তরুণকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। এ ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ বাসযাত্রী।  

বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন।

নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন পু‌লিশ পরিদর্শক। তিনি হলেন, উজিরপুর উপজেলার সানুহার গ্রামের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)।  

পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, যশোর থেকে সকাল ৬টায় বরিশালের উদ্দেশে ছেড়ে আসে চাকলাদার পরিবহনের একটি বাস। বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় পৌঁছলে রাস্তা পার হতে যাওয়া সুমনকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে গাছের উপর সজোরে আছড়ে পড়ে। এতে গাছটি ভেঙ্গে বাস পুকুরে পড়ে যায়।

পরিদর্শক বলেন, পুকুরের মধ্যে বাসের নিচে চাপা পড়ে থাকা অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস উদ্ধার না হওয়া পর্যন্ত কতজন মারা গেছে নিশ্চিত বলা যাচ্ছে না।

তবে এখন পর্যন্ত ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে জানিয়ে পরিদর্শক বলেন, বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছে।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত