Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

আরও দুই পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব স্বীকৃতি

লিড
[publishpress_authors_box]

বাংলাদেশের আরও দুটি তৈরি পোশাক কারখানাকে পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।

নতুন স্বীকৃতি পাওয়া সবুজ কারখানা দুটি হলো—টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইয়ে অবস্থিত কমফিট, ইকো ভিলে এবং নারায়ণগঞ্জের কায়েমপুরে অবস্থিত ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড।

দুটি কারখানাই ৮৫ পয়েন্ট নিয়ে ‘প্লাটিনাম’ সনদ পেয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

দেশে এখন পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা দাঁড়াল ২০৯টিতে। এর মধ্যে প্লাটিনাম মানের কারখানা ৭৯টি ও গোল্ড মানের কারখানা ১১৬টি। এ ছাড়া ১০টি সিলভার ও চারটি সার্টিফায়েড কারখানা রয়েছে।

বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৫৪টি এবং শীর্ষ ২০টি লিড সনদপ্রাপ্ত গ্রিন কারখানার ১৮টিই বাংলাদেশের।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সকাল সন্ধ্যাকে বলেন, “বাংলাদেশে লিড স্বীকৃত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ক্রমেই বাড়ছে। এই সংখ্যা দেশের টেকসই তৈরি পোশাকশিল্পের বিষয়ে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে, তার প্রমাণ। আমাদের সদস্যরা পরিবেশবান্ধব চর্চা, জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ ও পানির ব্যবহার কমানোর মতো উদ্যোগ গ্রহণ করে যাচ্ছেন। এ কাজে ক্রেতা প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসছে এবং বিনিয়োগ করছে; যা খুবই ইতিবাচক।”

এর মধ্য দিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন তিনি।

ফারুক হাসান জানান, এ ধরনের সনদ অর্জন করতে হলে কারখানাকে কার্বন নিঃসরণ, বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সীমিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, কারখানার অভ্যন্তরের পরিবেশ উন্নত করাসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। শর্ত পূরণের পর বিভিন্ন ক্যাটাগরিতে ইউএসজিবিসি স্বীকৃতি দেয়।

২০১২ সালে পোশাকশিল্পের সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে দেশে পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু হয়। পাবনার ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত তার কারখানার নাম ছিল ভিনটেজ ডেনিম স্টুডিও।

এরপর সময়ের সঙ্গে দেশে একের পর পরিবেশবান্ধব পোশাক কারখানা গড়ে উঠতে শুরু করে।

বিশেষ করেন ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর যখন বিশ্ব বাজারে বাংলাদেশ ভাবমূর্তির সংকটে পড়ে, তখন পরিবেশবান্ধব সবুজ কারখানা স্থাপনে আগ্রহী হয়ে ওঠেন তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা।

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। তাদের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল-ইউএসজিবিসি। তারা ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।

সনদটি পেতে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। ভবন নির্মাণ শেষ হলে কিংবা পুরোনো ভবন সংস্কার করেও আবেদন করা যায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত