Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

জার্মানিতে বড়দিনের বাজারে গাড়ি চালিয়ে হামলায় নিহত ২, আহত ৬০

হামলার পর জনমানবশূন্য হয়ে পড়ে পুরো বাজার।
হামলার পর জনমানবশূন্য হয়ে পড়ে পুরো বাজার।
[publishpress_authors_box]

জার্মানিতে বড়দিনের উৎসব ঘিরে চালু হওয়া একটি বাজারে কেনাকাটায় ব্যস্ত লোকজনের ওপর গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়িচাপায় এক শিশুসহ দুইজন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মাগদেবুর্গ শহরে এ ঘটনায় ৫০ বছর বয়সী গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সৌদি আরবের নাগরিক। গাড়িতে তিনি একাই ছিলেন বলে ধারণা মাগদেবুর্গ পুলিশের।   

সোশাল মিডিয়ায় তারা বলেছে, “পুরুষ গাড়িচালককে ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ ধরা হয়। তিনি একাই হামলা করেছেন, এটা ধরে নিয়েই আমরা কাজ করছি।”

পূর্ব জার্মানির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ স্যাক্সনি-আনহাল্টের রাজধানী মাগদেবুর্গ। প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষের বাস এই শহরে।

সেখানে বড়দিন উপলক্ষে নভেম্বরের ২২ তারিখে ওই বাজার বসেছিল। ১৪০টির মতো স্টল আছে বাজারটিতে। ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত বাজারটি থাকার কথা।

এই বাজারে হামলার ঘটনায় স্যাক্সনি-আনহাল্ট প্রদেশের আঞ্চলিক প্রধানমন্ত্রী রাইনার হাসেলফ জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী একজন সৌদি চিকিৎসক। কাজ করেন স্যাক্সনি-আনহাল্টেই। ২০০৬ সাল থেকে জার্মানিতে বাস করছেন তিনি। দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পেয়েছেন ওই চিকিৎসক।

হামলার পর বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এরই মধ্যে হামলার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, কালো একটি গাড়ি জনাকীর্ণ বাজারে হঠাৎ মানুষকে ধাক্কা দিয়ে এগুচ্ছে। ক্রেতাদের কয়েকজনকে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখা যায়। কেউ কেউ বাজারের স্টলগুলোতে ঝাঁপ দেয়।

গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর বাজারের সরু রাস্তার চারদিকে হতাহত লোকজন ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

মাগদেবুর্গ শহরের পুলিশ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে একশো জনের মতো ফায়ার ফাইটার ও অর্ধশত উদ্ধারকর্মী।

এ ঘটনার প্রতিক্রিয়ায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ সোশাল মিডিয়ায় বলেন, “হামলায় ভুক্তভোগী ও মাগদেবুর্গের জনগণের পাশে আমরা আছি। উদ্বেগজনক এই সময়ে নিবেদিতপ্রাণ উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানাই।”

তথ্যসূত্র : ডয়চে ভেলে, সিএনএন

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত