Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

চীনে আঘাত হেনেছে টাইফুন রাগাসা, তাইওয়ানে ১৭ মৃত্যু

টাইফুন রাগাসাকে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
টাইফুন রাগাসাকে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
[publishpress_authors_box]

চীনের দক্ষিণাঞ্চলে বুধবার আঘাত হেনেছে টাইফুন রাগাসা, যেখানকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, এর আগে মঙ্গলবার তাইওয়ানে আঘাত হানে এই ঝড়। এতে সেখানকার একটি হৃদের তীর ভেঙে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে বেশকিছু মানুষ।

সুপার টাইফুন রাগাসা কিছুটা শক্তি হারিয়ে বুধবার তীব্র টাইফুনে পরিণত হয়েছে। তবে এটি এখনও অনেক ক্ষয়ক্ষতি করতে পারে। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের টাইশান কাউন্টিতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ২৪১ কিলোমিটার (ঘণ্টায় ১৫০ মাইল)।

ক্যাটেগরি ৫ হারিকেনের মতো শক্তিশালী ঝড় টাইফুন রাগাসাকে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যে ঝড় গত কয়েকদিন ধরে দক্ষিণ চীন সাগরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুন রাগাসা চীনের স্থলভাগে আঘাত হানার আগে হংকং উপকূল অতিক্রমের সময় সেখানে ৯০ জন আহত হয়েছে।

বন্যায় ভেসে গেছে তাইওয়ানের গুয়াংফুর একটি আশ্রয়কেন্দ্র।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকাল ৫টার দিকে গুয়ানডং প্রদেশের ইয়ানজিয়াং শহরের হেইলিং দ্বীপে আঘাত হানে টাইফুন রাগাসা। স্থলভাগ অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বা তারও বেশি। ঝড়টি স্থলভাগের ওপর দিয়ে পশ্চিম দিকে যেতে যেতে বাতাসের গতিবেগ কমতে থাকবে। তবে এই অঞ্চলে কয়েকদিন ভারি বর্ষণ হবে।

চীনা আবহাওয়া বিশেষজ্ঞরা রাগাসাকে ‘ঝড়ের রাজা’ হিসেবে অভিহিত করেছেন।

ধারণা করা হচ্ছে, চীনের গুয়াংডং প্রদেশে এ বছর যতগুলো ঝড় আঘাত হেনেছে তার মাধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে টাইফুন রাগাসা।

টাইফুন রাগাসায় ফিলিপাইনেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই ঝড়ে দেশটির উত্তরাঞ্চলীয় কয়েকটি শহর প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, মারা গেছে অন্তত আটজন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত