Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জয়ে শুরু বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের

Bangladesh U-19
[publishpress_authors_box]

যুব এশিয়া কাপের এবারের আসরে জয় দিয়ে শুরুর করলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বি গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪৯ রানের জয় এসেছে। বাংলাদেশের করা ২২৮ রানের জবাবে ১৯৩ রানে অল আউট হয়েছে আফগানরা।

দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমনের পেসে উড়ে গেছে আফগান ব্যাটিং লাইন। দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন গত আসরে বাংলাদেশ যুব দলে খেলা পেসার মারুফ মৃধা। একটি উইকেট পেয়েছেন রাফি উজ্জামান।

আফগানিস্তান মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন খান আহমাদজাই। এ ছাড়া ৩৪ রান করে ফিরেছেন খান মারুফখিল। দলটির আর কোনো ক্রিকেটারই বলার মতো রান করতে পারেননি।

এর আগে এই ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক আজিজুল হাকিব তামিম। তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন সিদ্দিকি আলিন।

এই ম্যাচে বিশেষ করে নজর ছিল আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলা স্পিনার গাজানফারের দিকে। তাকে বেশ ভালই সামলেছেন বাংলাদেশের ব্যাটাররা। ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত