Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

একুশেই অবসরে নওরোজ নাবিল

Nabil
[publishpress_authors_box]

তাকে ক্রিকেটের কারণে যতটা না চেনা হয়েছে, তার চেয়ে একটি ইংরেজি সাক্ষাৎকারেই বেশি প্রচার পেয়েছেন। ক্রিকেটার নওরোজ নাবিলের সেই সাক্ষাৎকারের সাবলীলতা অন্যরকম ভালো লাগা তৈরি করেছিল ক্রিকেটপ্রেমীদের মনে। সেই নাবিল অবসর নিয়ে নিলেন মাত্র ২১ বছর বয়সে।

প্রান্তিক নওরোজ নাবিলের এই সিদ্ধান্তটা অবশ্য তাৎক্ষনিক নয়। অসুস্থতাই তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য নাবিল খেলেছিলেন ২০২২ যুব বিশ্বকাপেও। সেবার দলটির মূল ওপেনার ছিলেন।

বুধবার সকাল সন্ধ্যাকে ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করলেন নাবিল। জানিয়েছেন অ্যাজমার সমস্যার কারণেই তাকে ক্রিকেট ছাড়তে হচ্ছে। তবে পেছনের কারণ আরও বড়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে সংবাদ বিজ্ঞপ্তি করে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেবেন নাবিল।

বিকেএসপির সাবেক এই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত আছেন। আপাতত পড়ালেখাতেই মনযোগী থাকতে চান।

নাবিলের অ্যাজমার সমস্যা আগে থেকেই ছিল। ক্রিকেটে ফিটনেস, অনুশীলন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে যা চালিয়ে নেওয়া খুব কঠিন। তাই ৬ মাস আগেই পরিবারের সঙ্গে আলোচনা করে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিতে প্রস্তুত হন।

আর ৩ মাস আগে বিসিবির নির্বাচকদের জানিয়ে দেন। তাই গত তিন মাসে নাবিলকে আর ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি। নাবিল সবশেষ মোহামেডানের হয়ে গত বছর মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলেছেন।

এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলের হয়ে বিসিএল ও খুলনা বিভাগের হয়ে জাতীয় লিগে খেলেছেন নাবিল। সবমিলিয়ে প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ এবং লিস্ট ‘এ’তে  ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন বাঁ-হাতি ওপেনার নাবিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত