বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দুই দফা পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন ইউসিবির চেয়ারম্যান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্ত্রী রুখমিলা জামান।
ইউসিবির কর্মীদের একাংশের বিক্ষোভের মধ্যে ১৪ আগস্ট নতুন চেয়ারম্যান হিসেবে ব্যাংকের ওয়েবসাইটে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বোন রোকসানা জামান চৌধুরীর নাম প্রকাশ করা হয়।
তবে কোন প্রক্রিয়ায় রোকসানা জামান চৌধুরীকে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে, সে বিষয়ে ইউসিবির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর ১৩ দিনের মাথায় মঙ্গলবার দুপুরে ঢাকার গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অপরূপ চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সময় ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন বশির আহমেদ।
এর ৫-৬ ঘণ্টা পর রাতের দিকে সেই পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক।
এবার পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে ইউসিবির শেয়ারধারী পরিচালক শরীফ জহীরকে। ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭ (১) এবং ৪৮ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে।
আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করা হলো।
ব্যাংকটির অন্য চার নতুন পরিচালকের মধ্যে রয়েছেন শেয়ারহোল্ডার মো. তানভীর খান। ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
ইউসিবির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংক পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী ও চার্টার্ড অ্যাকাউনটেন্ট ওবায়দুর রহমানকে।
সাবেক চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত
আগস্টের শুরুতে ক্ষমতার পালাবদলের পর ২০১৮-২৩ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুখমিলা জামানের নামে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে সম্পদ রয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এই দম্পতির নামে বিদেশি ব্যাংকের হিসাবগুলোতেও ‘বড় অঙ্কের’ অর্থ জমার খবর মিলেছে। কীভাবে এই সম্পদ তারা বিদেশে নিলেন, তা নিয়ে অনুসন্ধান করছে আর্থিক গোয়েন্দা সেল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সরকার পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, রুখমিলা জামান ও তাদের ছেলেমেয়ের নামে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বিএফআইইউ।