চোটসংক্রান্ত কোনও সমস্যা নেই। পুরোপুরি ফিট আছেন কিলিয়ান এমবাপ্পে। অথচ ফ্রান্সের স্কোয়াডে জায়গা হয়নি এই ফরোয়ার্ডের। ফর্মহীনতার কারণে কিনা, কোচ দিদিয়ের দেশম সেটাও নিশ্চিত করেননি। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ছাড়া নেশনস লিগে এবারের রাউন্ডের শুরুটা ভালো হলো না ফ্রান্সের। ঘরের মাঠেই ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফরাসিরা।
স্তাদে ডু ফ্রান্সের এই ম্যাচে আগে সংবাদ সম্মেলনে দেশমের কাছে জানতে চাওয়া হয়েছিল, এমবাপ্পের সঙ্গে আলোচনা করেই কি রিয়াল ফরোয়ার্ডকে দলের বাইরে রাখা হয়েছে? উত্তরে দেশম, এমবাপ্পেকে একা ছেড়ে দিতে বলেছেন। কিন্তু সাবেক প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড না থাকায় তুলনামূলক কম শক্তির ইসরায়েলের কাছে পয়েন্ট হারিয়েছে তারা, তাও নিজেদের মাঠে।
সুযোগ তৈরি, শট কিংবা বল পজেশন সব জায়গায় ছিল ফ্রান্সের দাপট। মোট শট তাদের ২৪টি, ইসরায়েলের সেখানে মাত্র ৩টি। অন্যদিকে গোলমুখে ফ্রান্সের ৮ শটের বিপরীতে সফরকারীরা শট করেছে মোটে একটি। কিন্তু একটি বলও জালে জড়ায়নি। গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছে।
নেশনস লিগে ‘বি’ গ্রুপে ফ্রান্স পয়েন্ট হারালেও ইতালি তুলে নিয়েছে পুরো ৩ পয়েন্ট। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনাল। ম্যাচ ঘড়ির ১১ মিনিটে সান্দ্রো তোনালি জয়সূচক গোলটি করেন। এই জয়ে ইতালি ৫ খেলায় ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ৪।
এদিকে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। গ্রিসকে তাদেরই মাঠে হারিয়েছে ৩-০ গোলে। ম্যাচ ঘড়ির সপ্তম মিনিটে ইংলিশদের এগিয়ে নেন ওলি ওয়াটকিনস। এরপর ৭৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন ওডেসিয়াস ভ্লাকোদিমোস। আর ৮৩ মিনিটে ইংল্যান্ডের জয় নিশ্চিত করন কার্টিস জোনস।