Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

৪৩ বছরের এনসুবুগার ৪ ওভারে ৪ রানে ২ উইকেট

44
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ফ্রাঙ্ক এনসুবুগার বয়স ৪৩ বছর ২৮৩ দিন। এই বয়সে কোচ হয়ে গেছেন অনেকে। সেখানে উগান্ডার হয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছেন এই চিরতরুণ। নিজের প্রথম ম্যাচটা স্মরণীয়ও করেছেন তিনি।

 অফস্পিনের জাদুতে ৪ ওভার বল করে ২ মেডেনসহ মাত্র ৪ রানে পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিয়েছেন ২ উইকেট। বিশ্বকাপে পুরো ৪ ওভার বল করে সবচেয়ে কম রান দেওয়ার নজির এটা। শ্রীলঙ্কার বিপক্ষে কদিন আগে ৭ রান দেওয়ার রেকর্ডটা করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া।

উগান্ডার বেশির ভাগ মানুষ বাস করে দারিদ্র সীমার নিচে। তাদেরই একজন এনসুবুগা। টাকার অভাবে ১৬ বছর বয়সে থেমে যেতে পারত তার ক্যারিয়ার। সেটা হয়নি উগান্ডা ক্রিকেট বোর্ড-এর এক কর্তা সাহায্য করায়। সেই এনসুবুগা স্মরণীয় করলেন বিশ্বকাপে প্রথম ম্যাচটা।

ইনিংস বিরতিতে এনসুবুগা বললেন, ‘‘বিশ্বকাপে প্রথম বল করতে পেরে রোমাঞ্চিত আমি। বল ব্যাটে আসছিল না। কোচ বলেছেন শুধু উইকেট টু উইকেট বল করতে। আমি তরুণদের দেখভাল করছি, আমার পর ওরা করবে। আমাদের দলটা এভাবেই চলছে। বিশ্বকাপে মজা করতে এসেছি আমরা।’’

মজা করতে করতেই তারা হারিয়ে দিল পিএনজিকে। বিশ্বকাপে প্রথম জয় পেয়ে তাই খুশি অধিনায়ক ব্রায়ান মাসাবা, ‘‘ বিশ্বকাপে আমাদের প্রথম জয়, বিশেষ মুহূর্ত এটা। এর চেয়ে বিশেষ আর কি হতে পারে। গর্ব হচ্ছে সবার জন্য। গত তিন চার বছর কঠোর পরিশ্রম করেছি আমরা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত