Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ভারতে বিশ্ববিদ্যালয়ে বছরে ২ বার ভর্তির সুযোগ

ইউজিসি
[publishpress_authors_box]

ভারতের বিশ্ববিদ্যালয়গুলো আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে দুইবার ভর্তি কার্যক্রম চালাতে পারবে।

দেশটির ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

এখন থেকে জানুয়ারি/ফেব্রুয়ারি ও জুলাই/আগস্ট মাসে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। এতে ফল প্রকাশে বিলম্ব, স্বাস্থ্যগত সমস্যা কিংবা ব্যক্তিগত কারণে প্রথমবার ভর্তির সুযোগ হাতছাড়া হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে ভর্তির সুযোগ পাবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামিদালা জগদীশ কুমারের মতে, বছরে দুবার ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা উপকৃত হবে। কারণ, এটি ভর্তির জন্য অপেক্ষার সময় কমাবে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা বাড়াবে।

একইসঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোও বছরে দুইবার শিক্ষাঙ্গণ থেকে বের হওয়া স্নাতকদের থেকে কর্মী নিয়োগ দিতে পারবে। এতে স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

ইউজিসির আগের নিয়মে ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং (ওডিএল) এবং অনলাইনে বছরে দুইবার ভর্তি প্রক্রিয়া চালু ছিল। এর ফলে প্রায় ৫০ লাখ নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। মূলত এজন্যই ইউজিসি নিয়মিত প্রোগ্রামগুলোতেও বছরে দুইবার ভর্তির সিদ্ধান্ত নিয়েছে।

বলা হচ্ছে, এই নীতির ফলে ভারতের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী প্রচলিত চর্চার সঙ্গে তাল মেলাতে পারবে। এতে আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষার্থী বিনিময় বাড়বে।

তবে এই নীতির প্রয়োগ বাধ্যতামূলক নয়। কোনও বিশ্ববিদ্যালয় চাইলে আগের ব্যবস্থাতেও থাকতে পারবে।

বছরে দুইবার ভর্তি কার্যক্রম চালু হলে তা ভারত সরকারের ২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে (এনইপি) প্রস্তাবিত ‘গ্লোবাল স্টাডি ডেসটিনেশন’ হয়ে ওঠার লক্ষ্য পূরণে সহায়তা করবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত