স্লোভাকিয়া ১ : ২ ইউক্রেন
প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমকেই দিয়েছিল স্লোভাকিয়া। এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট পাওয়ার সুযোগও ছিল তাদের। আজ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিপক্ষে ৫৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল তারা।
প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউক্রেন। মিকোলা শাপারেঙ্কোর গোলে ৫৪ মিনিটে সমতা ফেরায় ইউক্রেন। তার অ্যাসিস্টে ৮০ মিনিটে জয়সূচক গোল বদলি খেলোয়াড় রোমান ইয়ারেমচুকের।
এই জয়ে গ্রুপ ‘ই’তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে ইউক্রেন। স্লোভাকিয়ার পয়েন্টও ৩। প্রথম ম্যাচে ইউক্রেনকে ৩-০ গোলে হারানো রোমানিয়ার পয়েন্ট ৩। আর হট ফেবারিট বেলজিয়াম ০ পয়েন্ট নিয়ে তলানিতে!
প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা বেলজিয়ামকে হারিয়েছিল স্লোভাকিয়া। সেই ম্যাচে গোল করা ইভান শারাঞ্জে আজ ডুসেলডর্ফেও গোল করেছেন ইউক্রেনের বিপক্ষে। ১৭ মিনিটে লুকাস হারসালিনের ক্রসে কাছ থেকে নেওয়া হেডার জালে জড়ান তিনি। স্লোভাকিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোর কোনও আসরে একাধিক গোল করার কীর্তি গড়লেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড ।
৫৪ মিনিটে অলেকসান্দার জিনচেঙ্কোর পাসে সমতা ফেরান মিকোলা শাপারেঙ্কো। পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে জালে পাঠান তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরের পর এটা জাতীয় দলের হয়ে তার প্রথম গোল।
৮০ মিনিটে শাপারেঙ্কোর পাসেই ইউক্রেনকে এগিয়ে নেন রোমান ইয়ারেমচুক। বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানান তিনি। মর্যাদার টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) তার গোল এখন ৩টি, যা আন্দ্রে শেভচেঙ্কোর পর দ্বিতীয় সর্বোচ্চ (৪টি)।
ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে স্লোভাকিয়ার মিলিয়ান স্কিনিয়ার অল্পের জন্য সুযোগ নষ্ট না করলে সমতায় শেষ হতে পারত ম্যাচটা।